Site icon
Trickbd.com

নিজেই বানিয়ে নিন mirazmac এর মত ওয়ার্ডপ্রেস সাইট [পর্ব-৩]

Unnamed

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে।

আমার ফোনে কিছু সমস্যা হওয়ার কারনে আমি এতদিন আপনাদের মাঝে আসতে পারি নি।

যাই হোক। এবার কাজের কথা আসি।

প্রথমে বাইটহোষ্টে লগিন করে নিন।
এরপর Softaculous এ ক্লিক করুন।


Wordpress সিলেক্ট করুন।

install now-এ ক্লিক করুন।


সকল তথ্য দিয়ে ফরমটি পূরণ করে install-এ দিন।

এবার সাইট ভিসিট করে দেখুন, আপনার সাইটটি ওয়ার্ডপ্রেস হয়েছে। পরের পর্বে আমারা থিম ইন্সটল করব (ইনশাল্লাহ) ।

আজকের মত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।

Find me on Facebook

Exit mobile version