Site icon Trickbd.com

জেনে নিন কিছু ভালো মানের ফ্রি হোস্টিং সাইট সম্পর্কে (সাথে কিছু টিপস)

Unnamed

সসালামু আলাইকুম!

আজ আমি আমার ১৫ তম টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফ্রি হোস্টিং আসলে অন্যরকম এক নির্ভরতার নাম। ফ্রি হোস্টিং না থাকলে হয়তো এত হাজার হাজার ওয়াপমাস্টার জন্ম নিতো না।

ফ্রি হোস্টিং কখনো পার্মানেন্ট ব্যবহার করবেন না। এটা হতে পারে সমসাময়িক। কারণ ফ্রি হোস্টিং এর কিছু লিমিট আছে, সেগুলো ক্রস করলেই একাউন্ট সাসপেন্ড হয়ে যায়।

ফ্রিতে যতটুকু পাবেন ততটুকুই লাভ। তাই আমার টিপস হল ফ্রি হোস্টে কম স্পেস ব্যবহার করবেন, আর ভিসিটর সবসময় কম রাখবেন কারণ ভিসিটির বেশি হলে ব্যান্ডউইথ লিমিট ক্রস হয়ে যায়, ফলে আপনার সাধের সাইটটি সাসপেন্ড হয়ে যায়।

এছাড়া কোনো প্রকার Grabber Script, Clone Script ইউস করবেন না। তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।

ফ্রি হোস্টের জন্য আদর্শ স্ক্রিপ্ট হল WordPress.

আমি এখন কিছু ভালো মানের হোস্ট কোম্পানির নাম বলবো যেগুলো অনেক ভালো মানের। বলতে গেলে আমি নিজে ব্যবহার করেছি। এমন কিছু সাইটের নাম দেওয়া হলঃ

সবাই ভালো থাকুন