Site icon Trickbd.com

যেভাবে আপনার WordPress সাইটের পোষ্টে Last Updated Date এড করবেন।

Unnamed

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আমরা অনেক WordPress সাইটের পোষ্টের নিচে দেখেছি লিখা আছে Last Updated on অমুখ তারিখ।
কিন্তু অনেকেই আছেন যারা নিজের সাইটে এটা এড করতে পারেন না।কিন্তু Wapka তে এড করা একদম সহজ।কিন্তু Wapka এবং WordPress এক না।

এবার কাজের কথায় আসি।

প্রথমে আপনার সাইটের এডমিন Dashboard এ যান।মেনুতে ক্লিক করুন। তারপর Apperence এ ক্লিক করুন।সাব মেনু থেকে Function.php তে যান।
নিচের কোডটা ওখানে এড করুন।

function
wpb_last_updated_date(
$content ) {
$u_time = get_the_time( ‘U’ );
$u_modified_time = get_the_modified_time( ‘U’ );
if ( $u_modified_time >=

$u_time + 86400) {
$updated_date = get_the_modified_time( ‘F jS, Y’ );
$updated_time = get_the_modified_time( ‘h:i a’ );
$custom_content .= ‘

Last updated on ‘. $updated_date
. ‘ at ‘ . $updated_time
. ‘

‘ ; }
$custom_content .=
$content ; return $custom_content ;
}
add_filter( ‘the_content’ ,
‘wpb_last_updated_date’ );

তারপর Update এ ক্লিক কররুন।
এবার Style.css এ যান।ওখানে নিচের কোড এড করুন।
.last-updated {
font-size : small ;

text-transform :
uppercase ;
background-color :
#fffdd4 ;}
Update এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।দেখুন সাইটে ভিসিট করে। ☺☺
টিউনটি আগে এখানে প্রকাশিত