Site icon Trickbd.com

লগইনের পর অটো রি-ডিরেক্ট যেভাবে করবেন ওয়ার্ড প্রেস সাইটের যেকোনো পেজে।

Unnamed

আপনারা কেমন আছেন ? ইনশাল্লাহ ভাল আসছেন
নিশ্চয়। ওয়ার্ডপ্রেস নিয়ে একটা টিপস
আপনাদের দিতে চাই। হয়তো অনেকেই এই
টিপস ব্যবহারও করেছেন । যাদের এই টিপস টি
জানা নেই তাদের অনেক কাজে আসবে।

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক
ঘাঁটাঘাঁটি করি ভাল কিছু শেখার জন্য। আমরা অনেকেই
জানি না যে কিভাবে রি-ডিরেক্ট করতে হয়।

আমরা সাধারণত লগইন করলেই ডিফল্ট ভাবে
ডেসবোর্ড যায়। আমরা যদি আমাদের ইচ্ছে

মত যে কোন পেজে রি- ডিরেক্ট করতে
চাই তার জন্য কিছু কোড আছে যে গুলো
আমরা ব্যাবহার করতে পারি।

নিচের ছোট এই কোড টি function.php ব্যাবহার
করবেন।

 function login_redirect( $redirect_to, $request, $user )<br /><br />
{<br /><br />
return home_url('custom-page');<br /><br />
}<br /><br />
add_filter( 'login_redirect', 'login_redirect', 10, 3 ); 

copy code

সবায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

Full Credit Minhajul

যে কোন ডিজাইনের WordPress অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন।আমার সাইট:- SomaiBD.Com

যোগাযোগব্যবস্থা : 01758143289