Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস.কম এর সাইটে যেভাবে এইচটিএমএল কোড যুক্ত করবেন

Unnamed

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকবেন সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আমি কিন্তু একটু অসুস্থ আছি। চোখে সামান্য সমস্যা হইছে। চোখে সমস্যা হওয়ায় এখন লেপটপ নিয়েও বসতে পারি না। তাই টিউনটা মোবাইল দিয়েই করতে হচ্ছে। যাইহোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কিভাবে ওয়ার্ডপ্রেস.কম এর সাইটে এইচটিএমএল কোড বসানো যায়। বিষয়টা নিয়ে এতদিন মাথাব্যাথা ছিলোনা। কিন্তু গতকাল ফেসবুকে এক ভাইয়ের রিকুয়েষ্টের কারনে বিষয়টা নিয়ে লিখতে যাচ্ছি।

আমরা যারা ওয়ার্ডপ্রেস.কমের সাইটে ব্লগ বা ওয়েবসাইট হোস্ট করি তারা একটা সমস্যায় সবসময়ই ভুগি। আর সেটা হলো থিম এডিট করা যায় না(ফ্রী এর ক্ষেত্রে)। থিম এডিট করা গেলে খুব সহজেই আমরা যেকোন কোড বসাতে পারি। কিন্তু এটা করা যায় না বিধায় আমাদের উইজেটের আশ্রয় নিতে হয়। তো আসুন দেখি কিভাবে উইজেটের মাধ্যমে সাইটে এইচটিএমএল কোড বসাবেন(শুধুমাত্র এইচটিএমএল)।
প্রথমেই আপনার সাইটে লগিন করে নিন। তারপর উপরের মেমু থেকে “এপেয়ারেন্স” অপশনে ক্লিক করে উইজেট অপশন নির্বাচন করুন। না বুজলে নিচের চিত্র খেয়াল করুন।

এবার উইজেটে গিয়ে “লেখা” উইজেটটির উপরে ক্লিক করুন এবং যেখানে কোড দেখাতে চান সেখানে ক্লিক করুন।
না বুজলে নিচের চিত্রে দেখুন।

এখন নিচের চিত্রের নির্দেশনা মত সব কিছু সেট করলেই আপনার সাইটে এইচটিএমএল কোডটি সেট হয়ে যাবে।

সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা “কাজ হলে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না”। আল্লাহ হাফেজ।

পূর্বে প্রকাশিতঃ এখানে

ফেসবুকে আমিঃ Ft Farhad

আমার সাইটঃ আমার টিউন্স বিডি

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প