Site icon Trickbd.com

আপনার WordPress ওয়েবসাইটের লেখা ও ছবি একসাথে Copy রোধ করুন

Unnamed

আমরা এখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রকাশ করছি বা সংবাদ প্রকাশ করছি। কিন্তু প্রধান সমস্যা হল মুহূর্তের মধ্যে তা অন্য কেউ কপি করে আবার নিজের মত করে ফেসবুকে বা নিজের সাইটে প্রকাশ করছে। এটা প্রতিহত করার উপায় কি? আমি একটি ওয়ার্ডপ্রেস প্লাগিনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা ওয়েবসাইট কপি হওয়া থেকে রক্ষা করবে। “CopyProof Website” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন। এটা মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।

?লেখাভিত্তিক ওয়েবসাইটের জন্য এই প্লাগিন যথেষ্টই কাজে লাগবে। SEO র‍্যাঙ্কিং নিয়ে সমস্যা হবে না, কারন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটের লেখা পড়তে পারবে। তবে হ্যাঁ, অত্যন্ত দক্ষ কেউ (হ্যাকার?) অবশ্যই এটা বাইপাস করে ওয়েবসাইটে লেখা কপি করতে পারবে – যদিও সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব না, ৯৯.৯৯% মানুষ তা পারবে না।?

???Click Here ForDownload???

আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। প্লাগিনটি নিজে থেকেই সম্পূর্ণ ফ্রন্টএন্ডে কাজ করবে।

Credit by:- TipsTune.Net
যেকোন ধরনের WordPress সাইট বানাতে চাইলে যোগাযোগ করুন 01785829489

Exit mobile version