Site icon Trickbd.com

আপনার WordPress সাইট থেকে কয়েকমিনিট পরপর মেম্বারদের অটো লগআউট হয়ে যাচ্ছে? নিয়ে নিন সমাধান,এবার এক লগিনে লগিন থাকবে ১বছর।

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
অনেকের WordPress সাইটে মেম্বার লগিন করলে কয়েক মিনিট পরপর অটো লগআউট হয়ে যায়।

এটি একটি সাধারণ সমস্যা।প্রায় সবার সাইটে এই প্রব্লেম রয়েছে।
কিন্তু একটি কোড এর মাধ্যমে আপনার সাইটের মেম্বারদের লগিন Validity বাড়াতে পারবেন।

তো কথা না বাড়িয়ে কাজে আসি।
→প্রথমে আপনার সাইটের এডমিন Dashboard এ লগিন করুন।
→Menu Bar থেকে Apperance থেকে Editor এ যান।

→এবার স্কিনের ডানপাশে Function.Php তে ক্লিক করুন।
→এবার কোড এডিট করার বক্স আসবে।
→ওখানে যেকোন জায়গায় নিম্নোক্ত কোডটি এড করুন।
add_filter( 'auth_cookie_expiration', 'stay_logged_in_for_1_year' );<br /><br />
function stay_logged_in_for_1_year( $expire ) {<br /><br />
return 31556926; // 1 year in seconds<br /><br />
}

কোড কপি করতে সমস্যা হলে নিচের থেকে জাস্ট কপি পেস্ট করে দিন। ↓
add_filter( ‘auth_cookie_expiration’, ‘stay_logged_in_for_1_year’ );
function stay_logged_in_for_1_year( $expire ) {
return 31556926; // 1 year in seconds
}

→এড করা হয়ে গেলে Update File এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। কাজ হয় কিনা দেখুন। ☺

Exit mobile version