আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।আমিও আছি কোন মতে।
আজ আপনাদের জন্য নতুন টিউন নিয়ে আবার হাজির হলাম।
আজকের বিষয়-কিভাবে আপনার সাইটের পোষ্টের শেষে বা মাঝখানে এড বসাবেন।
তো চলুন শুরু করা যাক।
____________________
প্রথমে আপনার সাইটের Dashboard এ লগিন করুন।
মেনু বার থেকে Appearance এ ক্লিক করে ইডিটর এ ক্লিক করুন।
এবার আপনার থিমের Function.php ফাইল খুজে বের করুন।
Function.php তে ক্লিক করলে কোড ইডিটের বক্স দেখতে পাবেন। সেখানে যেকোন জায়গায় নিচের কোডটি কপি করে পেস্ট করুন।
★পোষ্টের শেষে বসানোর জন্যে
// Add signature or ad after post content<br /><br /> function<br /><br />wpb_after_post_content( $content ){<br /><br /> if (is_single()) {<br /><br /> $content .= 'Your signature or ad code goes here' ;<br /><br /> }<br /><br /> return $content ;<br /><br /> }<br /><br /> add_filter( "the_content" ,<br /><br /> "custom_content_after_post" );
★পোষ্টের মাঝখানে বসানোর জন্যে।
// Add signature or ad on middle post content<br /><br /> function<br /><br /> wpb_in_middle_post_content( $content ){<br /><br /> if (is_single()) {<br /><br /> $content .= 'Your signature or ad code goes here' ;<br /><br /> }<br /><br /> return $content ;<br /><br /> }<br /><br />add_filter( "the_content" ,<br /><br /> "custom_content_after_post" );
বিঃদ্রঃ- Your Signature or Code Goes এ আপনার এড কোড বসান।
এবার Update file এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। কাজ হল কিনা চ্যাক করে দেখুন।আশা করি কোন সমস্যা হবেনা। ☺☺☺