Hellow বন্ধুরা আজ দেখাবো যেভাবে WordPress সাইটে তারিখ ও সময় কে বাংলাতে রুপান্তর করবেন চমৎকার ভাবে।
আমারা অনেক বাংলা ব্লগে দেখি যে তারিখ ও সময় বাংলায় প্রদর্শিত হচ্ছে। আথচ যারা নতুন ব্লগ তৈরি করেছে তারা অনেকেই জানে না যে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগের তারিখ ও সময় কে বাংলা হরফে রূপান্তর করতে হয়। তাই আমি আজ আপনাদের জানাব যে কিভাবে সেটি করা যায়।প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্রবেশ করুন।
০১। Appearance এ ক্লিক করুন।
০২। তারপর এডিটর (Editor) মেন্যু তে ক্লিক করুন।
০৩। তারপর আপনার ব্লগে সক্রিয় থাকা থিমের সকল ফাইলগুলো ডান পাশে লিস্ট আকারে দেখতে পাবেন ।
০৪। সেই লিস্ট থেকে function.php ফাইলটি ওপেন করুন।
০৫। এখন সবার নিচে আমার দেয়া কোডটি যুক্ত করে ।
তারিখ ও সময়
তারিখ ও সময়
function make_bangla_number($str)
{
$engNumber = array(1,2,3,4,5,6,7,8,9,0);
$bangNumber = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);
$converted = str_replace($engNumber, $bangNumber, $str);
return $converted;
}
add_filter( 'get_the_time', 'make_bangla_number' );
add_filter( 'the_date', 'make_bangla_number' );
add_filter( 'comments_number', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_date', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_time', 'make_bangla_number' );
০৬।এখন Update File বাটনে ক্লিক করুন।
এখন .Info ডমেইন সহ ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট মাএ 500 টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।