Site icon Trickbd.com

আপনার wordpress সাইটে মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল যোগ করুন সহজেই যা হবে আরো Seo Friendly

Unnamed

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউন লেখা সুরু করছি। আজকে মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল নিয়ে আলোচনা করবো। কি করে আপনি আপনার সাইট এ ম্যানুয়ালি এই মেটা কি-ওয়ার্ড,ডিস্ক্রিপশন এবং টাইটেল যোগ করতে পারেন। যদি আপনার সাইট এইচটিএমএল এর হয় তাহলে index.html এ যোগ করতে হবে আর যদি ওয়ার্ডপ্রেস এ হয় তাহলে header.php তে যোগ করতে হবে তবে মনে রাখবেন এই কোড গুলো যেন tag এর ভিতরে থাকে মানে হল দেখবেন এ রকম কোড আছে। আপনি অবশ্যই এর পড়ে এবং এর আগে যোগ করবেন।

প্রথমে আসি সাইট এর নাম বা title এ। আপনার সাইট এর নাম অবশ্যই কোড এর মাধ্যমে দিতে হবে টা না হলে আপনার সাইট কেউ সার্চ করলে খুজে পাবে না। কি করে অ্যাড করবেন আপনার সাইট এর নাম নিছে দিলাম।

এখানে আপনার সাইট এর টাইটেল বা নাম লিখুন
এখন আসি মেটা কি-ওয়ার্ড এ। আপনার সাইট যে সম্পর্কে বা যে বিষয়ে আপনি আপনার সাইট করবেন সে সম্পর্কে ৫/৬ ওয়ার্ড কমা দিয়ে লিখুন।

এখন আসি মেটা ডিস্ক্রিপশন এ। এখনে আপনার সাইট সম্পর্কে শর্ট ডিস্ক্রিপশন দিন ২/৩ টা বাক্যের মাধ্যমে।

ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট খুব কম টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।