কিছুদিন আগে ভাবতেছিলাম কিভাবে আলাদাভাবে WordPress এ ইউজারদের IP address দেখাবো | এই পোস্টটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা WordPress এ ভিসিটরদের IP address দেখাবেন । আপনি এই কোড গুলি ব্যবহার করে আপানর নিজের IP adress ডিটেকশন সাইট বানাতে পারেন । তাই যখনই কোনো ভিসিটর আপনার ব্লগ বা ওয়েবসাইট এ ভিসিট করবে তখন সে তার নিজের IP adress দেখতে পারবে ।
এটির জন্য আপনাকে দুটি কাজ করতে হবে । প্রথমটি হচ্ছে, আপনার থিম এর function.php ফাইলটি ওপেন করবেন এবং নিম্মে দেয়া কোড গুলি ফাইলটিতে কপি করে পেস্ট করে দিবেন ।
add_shortcode(‘show_ip’, ‘get_the_user_ip’);
Remove all “””””br””””
প্রথম কাজটি শেষ হয়ে গেল । এখন দ্বিতীয় কাজটি শুরু করার পালা । দ্বিতীয় কাজটি অনেক সহজ । আপনি আপনার পোস্ট, পেজ বা নির্দিষ্ট কোনো WordPress widget এ ইউজারদের IP address দেখাতে চান, সেখানে নিম্মের শর্টকোডটি লিখুন ।
[show_ip]
আমরা আশা করছি যে এই পোস্টটি পড়ে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা WordPress widget এ IP address দেখাবেন |
কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।
সময় থাকলে আমার ব্লগটি দেখে আসতে পারেন । আপনাদের কাছে যদি কোনো পোস্ট থাকে তা আমার ব্লগে প্রকাশ করতে পারেন | TipsTune.Net
যে কোন ডিজাইনের বা ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট খুব কম টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।