Site icon Trickbd.com

WordPress ফাইল আপলোডের Limit বাড়ান সহজেই

Unnamed

সার্ভারের উপর নির্ভর করে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে দুই মেগাবাইটের(ব্যতিক্রম হতে পারে) বেশী ফাইল আপলোড করা যায় না। এই ফাইল আপলোড লিমিটেশান পরিবর্তন করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে .htaccess ফাইল এডিট করে করা।

wordpress-increase-file-upload-size ওয়ার্ডপ্রেস ফাইল আপলোডের লিমিট পরিবর্তন করুন

সিপ্যানেলের রুট ফোল্ডার হতে .htaccess ফাইল ওপেন করে সবার লাস্টে নিচের কোড টুকু পেস্ট করে দিন। তারপর সেভ করুন।

কোডস: পাওয়ার্ড বা কম্পিউটার ক্লাব বিডি

ব্যাস এখন বেড়ে গেলো আপনার ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ। চাইলে কোডটুকু নিজের ইচ্ছা মত পরিবর্তন করে নিতে পারেন।

মাএ 450 টাকাতে .Com ডমেইন কিনতে যোগাযোগ করুন 01785829489

যেকোন ডিজাইনের সাইট বানাতে বা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489

http://tubeany.com

Exit mobile version