Site icon Trickbd.com

আপনার WordPress সাইট ব্যকআপের জন্য যে প্লাগিনটি ব্যাবহার করবেন

Unnamed

আসসালামুআলাইকুম,
অনেকদিন পর আবার টিউন লেখতে বসলাম, আসা করছি সবাই ভাল আছেন, আর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন।

আজ যেটি নিয়ে আলোচনা করছি এটি আমার খুব পছন্দের প্লাগইন। 🙂
আমরা সবাই জানি একটি সাইট ব্যকআপ রাখার গুরুত্ব কতটুকু। প্রতিদিন সাইটের ব্যকআপ করাকে আমরা অনেকে ঝামেলা এবং সময় সাপেক্ষ বলে মনে করি।
কিন্তু আমি আজকেআপনাদেরকে যে প্লাগইন্সটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি দিয়ে অটোমেটিক আপনার সম্পূর্ন সাইটের ব্যাকআপ নিতে পারবেন এমনকি আপনি চাইলে এটি প্রতি ঘন্টাতেও হতে পারে।

backwpup ওয়ার্ডপ্রেস ব্যকআপের জন্য অসাধারন একটি প্লাগিন

প্লাগিনটির বিবরন ঃ
নাম : BackWPup
সাইজ : 4.13mb
ডাউনলোড লিংক : http://wordpress.org/plugins/backwpup

যে যে সুবিধা থাকছে এটাতেঃ
১.Database backup

২.File backup
৩.WordPress XML export
৪.Installed plugins list backup
৫.Optimize database tables
৬.Check and Repair database
৭.One click database backup

ব্‌যাকআপ গুলো যে যে যায়গাতে সয়ংক্রিয় ভাবে রাখতে পারবেন ঃ
১.Backup to Folder
২.Backup sent by e-mail
৩.Backup to other FTP
৪.Backup to Dropbox
৫.Backup to an S3 Service
৬.Backup to Microsoft Azure (Blob)
৭.Backup to Rackspace Cloud Files
৮.Backup to SugarSync

প্লাগইন্সটি ইন্সটল করে নিন,

এখানে শুধু সেটিংসটি ঠিক মতো করে দিবেন। এর পর আর আপনাকে কিছুকরতে হবে না।
টাইম টু টাইম আপনার সাইটের সম্পূর্ন ব্যাকআপ চলে আসবে আপনার কাঙ্খিতস্থানে। ……..

একটি বিষয় লক্ষনিয় যে “এই প্লাগিনটির সর্বশেষ ভার্সন (৩.০.১৩) টি আপনার এ্যডমিন প্‌যনেল থেকে ইনস্টল করতে গেলে প্রবলেম হতে পারে, (যেমন: সম্পুর্নটা ইনস্টল না নিতে পারে) তাই এক্ষেত্রে কোন online ftp service ব্‌যবহার করুন”।
আজ এই পর্যন্তই,

স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, মাষ্টার কার্ড, ফেসবুক পেজ প্রমোট করতে অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489