Site icon Trickbd.com

এবার অপনার WordPress ক্যাটাগরি কে দু লাইনে দেখান

Unnamed

আজকাল আমরা আমাদের ব্লগে জানা অজানা অনেক ধরণের বিষয় নিয়ে আলোচনা করি। তাই প্রয়োজনের জন্যই আমাদের ব্লগে অনেক বেশি বিভাগের দরকার পরে। কিন্তু অনেক সময় বেশি বিভাগের জন্য আমাদের ব্লগের সাইডবার বড় হয়ে যায় এবং ব্লগের ইনটারফেস খারাপ দেখায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য আমারা অনেকেই আমাদের ব্লগের বিভাগকে ২ কলামে ভাগ করতে চাই কিন্তু পিএইচপি তে দক্ষতা না থাকার জন্য ইচ্ছা থাকা সত্বেও করতে পারি না। তাই সবার কথা চিন্তা করে আমি খুব সহজে করা যায় এমন ভাবে কিছু কোডিং করেছি পিএইচপি তে, এবং আজ আপনাদের সাথে শেয়ার করলাম।

আমাদের ব্লগের বিভাগসমূহ সাধারণত সাইডবারে থাকে। তাই আমি সাইডবারের উপর ভিত্তি করে কোডিং টা প্রকাশ করছি।

প্রথমে আপনার সাইডবারের ফাইলটা (sidebar.php) ওপেন করেন। সাধারণত সাইডবারের কোডিং এর স্ট্যাইল নিচের মত …


এখানে সাইডবার DIV এর মধ্যে প্রত্যেক LI এর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রকাশ করার হয়, যেমন, বিভাগ, পোষ্ট, মন্তব্য, ট্যাগ ইত্যাদি । তাই আমরা যেহেতু ২ কলামে বিভাগ দেখাতে চাই, আমাদেকে কোড LI এর মধ্যেই লিখতে হবে। প্রথমে আমাদের ব্লগের সাইডবারে কোন জাইগাতে বিভাগ দেখাবো সেটা নির্বাচন করতে হবে। এরপর সেখানে নিচের কোড বসিয়ে দিন। ধরুন আমারা সবার প্রথমে আমাদের বিভাগ দেখাতে চাই। তাহলে

Exit mobile version