Site icon Trickbd.com

এবার আপনার WordPress ওয়েব সাইটের Recent Update পোষ্ট গুলো Scrolling হবে।

বর্তমানে ওয়েব সাইটের সংখ্যা কম না আর আমরা চাই নিজের ওয়েব সাইট কে সুন্দর করে তুলি আর ওয়েব সাইট কে সুন্দর করে তুলে ধরতে কিছু প্লাগইংস আছে তার মধ্যে রিসেন্ট পোষ্ট Scrolling প্লাগিংস একটি। এটি আমার স্মপ্রতিক পোষ্ট গুলো স্ক্রোলিং করে দেখাবে, সর্বশেষ পোষ্ট গুলো নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে। plugins টি আপনারএখান থেকে ডাউনলোড করুন। এইবার ইন্সটল করুন, তারপর রিসেন্ট পোষ্ট Scrolling প্লাগিংস আপনার সাইটের Widgets এ যান এখন plugins টি আপনার সাইটের সাইডবারে রাখুন তাহলে হয়ে গেছে প্রথম অবস্থায় একটু Width কমিয়ে দিতে হবে থাকলে আর রিসেন্ট পোষ্ট ফাঁকা থাকবে না।

এই রকম করতে হলে Dasdbord থেকে settings > Vertical scroll recent post ক্লিক করুন বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।