Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস সাইটকে পিসি এবং মোবাইল ভার্সন করুন।[New wp user]

Unnamed

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে Pc এবং Mobile ভার্সন করবেন।

কাজ শুরু

Install Now তে ক্লিক করে install করুন।তারপর প্লাগিন টা Active করুন।

এখন আবার
Menu > Settings > Any Mobile Theme
এ ক্লিক করুন।

এবার আপনার মোবাইল ভার্সনের থিম টা সিলেক্ট
করুন না বুঝলে Screenshot দেখুন।



Note: আমার মোবাইল ভার্সনের থিম টা যেমন
Anik Mobile Themes


এরপর Save change বাটন এ ক্লিক করুন।

এখন Menu > Appearance > Editor এ জান।
তারপর Select theme to edit: এখানে আপনার Mobile ভার্সন থিম টা সিলেক্ট করে SelecT button এ ক্লিক করুন এবং নিচ থেকে
Theme Footer লেখাটা খুজে বের করে ক্লিক করুন।

এবার অ্যাকেবারে নিচে Editor box এ ক্লিক করে
code Ta একটু Edit করুন।

আপনি Switch To Desktop Version এবং Switch To Mobile Version যেখানে দেখাতে চান সেখানে নিচের code টুকো paste করুন

বিঃদ্রঃ কোড গুলো Trickbd তে পোস্ট করলে পোস্টে সেটা শো করতেছে না তাই সবাই নিচের লিংক থেকে কোড গুলা কপি করুন

এখান থেকে কোড গুলো কপি করুন

Code গুলা Mobile ভার্সন থিমের Footer.php ফাইলে paste করা হলে আপনার Pc ভার্সন থিম টা সিলেক্ট করে Theme footer মানে footer.php ফাইলে অই একই Code টুকো Paste করে Save করুন।

ব্যাস কাজ শেষ


অনেকের ই বুঝতে সমস্যা হতে পারে।তাই জারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্ট করবেন
অথবা ফেসবুকে যোগাযোগ করবেন
Facebook

Exit mobile version