Site icon Trickbd.com

এবার আপনে নিজেই ওয়ার্ডপ্রেস এ সেম টু সেম ট্রিকবিডির মতো সাইট বানান (a-z Trickbd){part-৪}”

Unnamed

আসসালামু আলাইকুম


আমি জাস্টইন সিরাজুল আপনাদের মাঝে আবার হাজির হয়েছি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট ৪ ,,
আজকের পর্বে আমরা ওয়ার্ড প্রেস এর অফিসিয়াল থিম ইন্সটল দেওয়া শিখব,,,সাথে ট্রিকবিডির মোবাইল ভার্সন থিম ইন্সটল দিব,,,,
আমার ৪ তারিখ থেকে পরিক্ষা তাই দয়া করে আমি এই কইদিন যে কয়টা টিউটোরিয়াল দিতে পারব সেই গুলা দিয়ে কাজ করেন প্লিজ,,,আমি ৫ তারিখ এর পর থেকে আবার টিউটোরিয়াল দিব,,,,,তাই বলে আজকে থেকেই দেওয়া বন্ধ করব না,,,,,যে কয়দিন পারি আমি পোস্ট চালিয়ে যাব,,,,আমি চাইব আমার পরিক্ষা র জন্য আমাকে কিছু সময় দিয়ে সাহায্য করবেন,,,,,,
কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্লিজ

,,,,

শুরু করি আজকের পোস্ট



প্রথমে Yoursitename/wp-admin এ যান,,,
example : ittipsbd.cf/wp-admin
আর আপনে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেওয়ার সময় যে এডমিন ইউজার পাসওয়ার্ড দিছিলেন সেইটা দিয়ে লগিন করেন,,,,,,,
লগিন করলে আপনার সামনে এইরকম ডেসবোর্ড ওপেন হবে এবার নিচের দেখানো আইকন টা তে ক্লিক করেন,,,

এবার আপনে appearance এ ক্লিক করুন তারপর কয়েকটা অপ্সন আসবে। এবার এখান থেকে theme এ যান

এবার আপনাকে যে পেইজে নিয়ে যাবে এই পেইজে আপনার সাইটে যে যে থিম ইন্সটল দেওয়া আছে তা দেখাবে। যেহেতু আমরা নতুন থিম ইন্সটল দিব তাই add new তে ক্লিক করুন,,,,,নিচের মতো

এখন আপনে অনেক গুলো থিম দেখতে পারবেন এই সবগুলো ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল থিম,,,,আপনার ইচ্ছা মতো যেকোন একটা সিলেক্ট করুন,,,,,

এবার install এ ক্লিক করেন

ব্যস আপনার থিম চেঞ্জ হয়ে গেছে সাইট ভিজিট করে দেখেন নাকি

অফিসিয়াল থিম তো ইন্সটল দেওয়া সিখে ফেল্লাম,,,তো চলুন এবার ট্রিকবিডির থিম ইন্সটল দেই যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন


নিচের দেখানো আইকন্টা তে ক্লিক করেন,,,

এবার আপনে appearance এ ক্লিক করুন তারপর কয়েকটা অপ্সন আসবে। এবার এখান থেকে theme এ যান

এবার আপলোড থিম এ একটা ক্লিক করেন তাহলে নিচের মতো একটা পেইজ আসবে,,,,এবার আমাদের ট্রিকবিডির থিম ডাউনলোড দিতে হবে
ডাউনলোড দিতে হলে এখানে ক্লিক করুন
এড আসলে স্কিপ করে দেন।।।।।
এবার আপনে থিমটা ডাউনলোড করে নেন,,,,
আর choose file এ ক্লিক করে থিমটা সিলেক্ট করেন আর install এ ক্লিক করুন

এবার কিছুক্ষণ দেরি করেন তারপর আপলোড হলে active করে দেন,,,,,,
ব্যস এবার আমাদের ট্রিকবিডির মোবাইল থিম এক্টিভ করা শেষ,,,,,,,
fb me
সবাই মাফ করবেন আমার এই স্কিনশুট গুলো তুলা ছিল তাই আর ফন্ট পাল্টাতে পারি নাই,,,কিন্তু এই পরে থেকে করব,,,,মডেটর ভাই, ইডিটর ভাই,এডমিন ভাই,মাফ করবেন