Site icon Trickbd.com

কিভাবে ওয়েবসাইট বা ব্লগ ফ্রি বেসিকে সাবমিট করবেন{With Sshot & Details}

Unnamed

TrickBd.Com এর সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি সবাই ভাল আছেন???আজকে আমি আপনাদের সামনে ফ্রি বেসিকে ওয়েবসাইট সাবমিট করার ট্রিক নিয়ে হাজির হয়েছি।?

আমাদের কম-বেশি সবারই ওয়েবসাইট বা ব্লগ আছে।এই ব্লগ বা ওয়েবসাইটকে ইউজারদের কাছে ফ্রি ভার্সন করার জন্য সাইট ফ্রি বেসিকে এড দিতে হয়,যাতে সাইট ভিত্তিক ট্রাফিক ও জনপ্রিয়তা বাড়ে। আর কথা না বাড়িয়ে আমার পোস্টের মূল টপিক এর দিকে যাই:

প্রথমে নিচের লিংকে যান এবং ScreenShot অনুযায়ি কাজ করুনঃ

Free Basic Submission

  • তারপর সাবমিশন ফর্মটি পূরণ করুনঃ

  • তারপর সাবমিট দিন
  • সব কিছু ঠিক থাকলে ২৪ ঘন্টার মধ্যে Approved মেইল আসবে..দেখুন Approved Mailঃ

    Approved হওয়ার পর ৭-৮ দিন অপেক্ষা করতে হবে,যাতে আপনার সাইট ফ্রি ডেটাবেজে আপলোড হয়?

    যে সাইটগুলো বেশি গ্রহণযোগ্য ঃ

  • ওয়াপকা
  • ওয়ার্ডপ্রেস
  • ব্লগার
  • জোমলা
  • আশা করি আপনাদের সবার কাছে বিষয়টি বোধগম্য হবে আর না বোঝলে কমেন্ট করতে পারেন…?

    যে কোন প্রয়োজনে ফেসবুকে মেসেজ করতে পারেন…

    ভাল থাকবেন সবাই

    Powered By: Tokbd.Com