Site icon Trickbd.com

এখন থেকে ওয়ার্ডপ্রেস ব্লগের পোষ্ট অটোমেটিক পোষ্ট হবে ফেচবুক পেইজে। ওয়ার্ডপ্রেস ইউজাররা অবশ্যই দেখবেন।

Unnamed

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আজ দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্ট অটমেটিক ফেচবুক পেইজে শেয়ার করাবেন।

এখন থেকে আর কষ্ট করে ব্লগের পোস্ট লিংক ফেচবুকে শেয়ার করা লাগবে না।

আপনি আপনার ব্লগে যেকোনো পোস্ট করলে সেটা আপনার পেইজে অটোমেটিক শেয়ার হয়ে যাবে।
এটা করতে কোন প্লাগিন্স,পিএইচপি কোড,ফেচবুক অ্যাপ আইডির প্রয়োজন নেই।

কাজ শুরু করা যাক। যেহেতু টিউটোরিয়াল টা একটু বড় হবে তাই ধৈর্য সহকারে পরুন।

কাজ শুরু

১.প্রথমে chrome/puffin ব্রাউজার ওপেন করুন এবং আপনার ফেচবুকে লগিন করুন।
২.তারপর এখানে ক্লিক করুন।
নিচের স্ক্রিনশুট গুলো লক্ষ্য করুন।

৩.আপনার ইমেইল দিয়ে Get started ক্লিক করুন।

৪.এবার পাসওয়ার্ড দিয়ে Sign up এ ক্লিক করুন।

৫.এখন উপরে ডান দিকে আপনার ইউজার নেম দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর নিচের New Applet এ ক্লিক করুন।

৫.+ this লেখাতে ক্লিক করুন

৬.এখন অনেক গুলো সার্ভিস দেখতে পারবেন।সেখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন।

৭.এখন connect বাটনে ক্লিক করুন।

৮.তারপর blog url বক্সে আপনার ব্লগের লিংক দেন।আর ইউজার নেম এবং পাসওয়ার্ড বক্সে আপনার লগিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে connect করুন।

৯.তারপর Any new post লেখাতে ক্লিক করুন।

১০.+ that লেখাতে ক্লিক করুন।

১১.এখন আপনার ব্লগের পোষ্ট আপনি ফেচবুক প্রোফাইলে অথবা ফেচবুক পেইজের যেকোনো একটায় অটোমেটিক পোস্ট করাতে পারেন।আমি আমার পেইজে করেছি আপনি চাইলে প্রোফাইলেও করতে পারেন।

১২. connect বাটনে ক্লিক করুন।

১৩.এখন EFTTT অ্যাপ Allow করতে হবে। তাই continue তে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশুট লক্ষ্য করুন।

১৪.প্রাইভেচি public অথবা friends করুন

১৫. Ok ক্লিক করুন।

১৬.এখন আপনার পেইজটি সিলেক্ট করে Update বাটনে ক্লিক করুন।

১৭.তারপর ‘Create a Link Post’ লেখাতে ক্লিক করুন।

১৮.এখানে কিছু করার প্রয়োজন নেই। শুধু create Action বাটনে ক্লিক করুন।

১৯.সব কাজ হয়ে গেলে Finish বাটনে ক্লিক করুন।

২০.নিচে দেখুন প্রুভ।
website

facebook page

কাজ শেষ

এখন আপনার ব্লগে একটা পোস্ট করুন। তারপর আপনার ফেচবুক পেইজে দেখুন সেই পোস্ট টা অটোমেটিক শেয়ার করা হয়ে গেছে। প্রথমে ১০-১২মিনিট সময় লাগতে পারে আবার সাথে সাথেও অটোমেটিক পোস্ট হতে পারে।কিন্তু আপনি সঠিক ভাবে কাজ করলে ফেচবুক পেইজে ১০০% অটোমেটিক পোস্ট হবে।

আশা করি সবাইকে বুঝাতে পারবো।তবুও জাদের বুজতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করবেন।
সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে পোস্ট টা পরার জন্য।
আমার ব্লগঃ Tunemaster.ml