ইন্ট্রো
আসসালামু-আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে । আল্লাহ্ র রহমতে আমিও ভালো আছি । আমি আজকে আপনাদের আইপি জনিত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ( সি-প্যানেল ) অ্যান্ড্রোয়েডে ।
সমস্যা
আমি গত বুধবার Eicra থেকে ডোমেইন আর হোস্টিং কিনে Dotnimirror.Com নামে একটি ওয়েবসাইট খুলি । এখানে সমস্যা দেখা দিলো যে আমি আমার সি-প্যানেল এ লগ-ইন করতে পারলাম না । মনটা যথেষ্ট পরিমানের খারাপ হয়ে গেলো । যখনই লগ-ইন করি তখনই ” Your ip address has changed,please log in again “. এটা দেখাতে লাগলো । কয়েক ঘন্টা গুগল/ইউটিউব/ট্রিকবিডি করলাম কিন্তু মনের মতো সলুশন পেলাম না ।
তখন গুগল/ইউটিউব/ট্রিকবিডির আশা বাদ দিলাম । নিজেই অনুসন্ধান করে বের করলাম সি-প্যানেল ইরর খানার সমাধান ।
মূলকথা
First Step : প্রথমে মোবাইলের ডেটা কানেকশন অন করে প্লেস্টোরে যাবেন ।
Second Step : সার্চ বারে Orbot টাইপ করে সার্চ করুন ।
Third Step : Orbot অ্যাপটি আসলে ডাউনলোড এবং ইন্সটল করুন ।
4th Step : অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন । ওপেন করার পর বামপাশে ৩ টি বার দেখতে পারবেন সেখানে ক্লিক করুন । ক্লিক করে Apps on vpn mode অন করে দিন ।
5th Step : এখন আপনি আপনার ব্রাউজার সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করুন ।
6th Step : এখন স্টার্টট অপশনে ক্লিক করে ব্রাউজিং করুন ।
উপকারীতা
আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট পাবলিশ করতে পারবেন । অনেকে ডেস্কটপ বা ল্যাপটপের টর ব্রাউজার এবং ফাইলজিলা দিয়ে C-panel কাজ করে থেকে থাকবেন তবে এখন খুব দরকার হবে বাইরে থাকলেও আপনার কাছের ফোনটি দিয়ে কাজটি করতে পারবেন ।। ☺
পরিশেষে
কেমন লাগল জানাতে ভুলবেন না । শেয়ার বাটনের শুদ্ধ ব্যবহার কামনায় আমার ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন
DotniMirror.Com ধন্যবাদ ।