আস-সালামুয়ালাইকুম
কেমনন আছেন?
আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি।
অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে।
আমরা অনেকে সাইট বানানো নিয়ে পোষ্ট করি,
প্রত্যেকটা পোষ্ট এ আমাদের কোড দিতে হয় কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস এ ডিরেক্ট কোড দিলে পরে ব্যাবহারকারী সেই কোডটি যখন ব্যাবহার করে তখন কোড কাজ করে না
তাই কিভাবে আপনি বক্স এর ভেতরে কোর্ড দিবেন সেটা আমি আজ আপনাদের সিখাবো।
চলুন কথা না না বাড়িয়ে কাজে চলে যাই।
কোড ব্যাবহার করতে হলে প্রথমে আপনাকে Text এ ক্লিক করতে হবে ( না বুঝলে স্কিনশর্ট দেখুন )
তারপন আপনি নিচের বক্স এর ভিতর এর কোডটি লেখুন ( * ) বাদ দিয়ে।
আর আপনি যদি মোবাইল ব্যাবহার কারী হন তাহলে Content বক্স এ সরাসরি কোডটি লিখুন ( না বুঝলে স্কিনশর্ট দেখুন )
পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml এখানে
অস্থির ভিডিওঃ বাংলা ফানি ভিডিও ভালবাসার প্লাস্টিকের গ্লাস