Site icon Trickbd.com

এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ TIME & DATE ZONE বসিয়ে নিন

আস-সালামুয়ালাইকুম
কেমনন আছেন? 
আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি।

অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালটি কি নিয়ে তা টাইটেল দেখে  বুঝে গেছে তাই আর কথা বারাবো না সরাসরি কাজে চলে যাব ।

তো চলুন শুরু করা যাক ।

দয়া করে সম্পূর্ণ পোষ্টটি ভালভাবে আগে পড়ুন তারপর কাজটি করুন | আপনাদের বুঝানোর জন্য আমি স্কীনসর্ট ব্যাবহার করেছি ।

প্রথমে আমরা ডেমো দেখে নিই 

ডেমো লিঙ্কঃ লাইভ ডেমো দেখতে ক্লিক করুন এখানে 

 

এটি করতে হলে আপনাকে কোন কোডিং জানতে হবে না। শুধু মাত্র কোডটি নিয়ে বসিয়ে দিলেই হবে।

 

কাজ করবেন যেভাবেঃ 

প্রথমত আপনি আপনার সাইটে এর ড্যাশবোর্ড এ যান ।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/index.php ) এ তে যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

 

তারপর সেখান থেকে  Appearance এ যান।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/themes.php ) এ তে যান  ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

তারপর সেখান থেকে Editor  এ যান।

অথবা সরাসরি যেতে চাইলে (  your site dommain /wp-admin/theme-editor.php ) এ তে যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

এখন ডান সাইটে দেখুন index.php নামে একটা ফাইল আছে সেখানে যান । ( না বুঝলে স্কীনসর্ট দেখুন )

বিঃদ্রঃ আপনি এই কোডটি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন । আমি আপনাদের বুঝানোর জন্য index.php এই খানে বসিয়ে দেখলাম । উধহারণ আপনি এই টাইম আর ডেট আপনার সাইট এর সকল পেজের উপরে দেখাতে চান তাহলে আপনি এই কোডটিকে header.php অথবা footer.php তে বসাতে পারবেন এটা আপনার ইচ্ছা

কোডঃ কোডটি যদি নিচে শো না করে তাহলে কষ্ট করে এই লিংক এ গিয়ে কোডঅটি কপি করে নিন।

Time & Date Zone

বিঃদ্রঃ উপরের কোডটি থেকে আপনি নিচের ছবির কোড দুইটি কেটে দিয়ে কোডটি বসিয়ে দিন

এখন আপনি কোডটি নিচের স্কীনসর্ট এর মত বসিয়ে দিন।

 

এখন Update File এ ক্লিক করুন ।

ব্যাস আপনার কাজ শেষ। ইয়াহু

পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml এই সাইট এ

Exit mobile version