Site icon Trickbd.com

How to show wordpress categories 2 colam

Unnamed

রুপ আর চ্যাটে এই জিনিসটা কতবার যে জিজ্ঞাসা করেছেন কতজন হিসাব নেই। আসলে এই জিনিসটা নিয়া চিন্তা করারও টাইম পাইনা। কাকে কি বলি সেইটা পরের দিন ভুলে যাই। আর তাই এই ঝামেলা রোধ করার জন্য পোস্টটাই করে ফেললাম। এবার কেউ জিজ্ঞাসা করলে লিংক দিয়ে দিবো ব্যাস।

ওয়ার্ডপ্রেস ব্লগের ক্যাটাগরী উইজেটের ক্যাটাগরী গুলো দুই কলামে অনেকেই দেখাতে চান। তো এইটা করার জন্য বেশী কষ্ট করতে হবে না। জাস্ট এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন প্লাগিনটা অথবা
এই লিংকেক্লিক করে প্লাগিনটার পেজ ভিজিট করুন।
প্লাগিনের নাম: TwoColCats. এটি শুধু টপ ক্যাটাগরিগুলো দেখাবে।

এই প্লাগিনটি ওয়ার্ডপ্রেসের 3.5.1 ভার্সনে মাত্র চেক করলাম।

যারা কোডিং করে কাজটা করতে চান তারা সিম্পলি প্লাগিনটা ডাউনলোড করুন। তারপর ভিতরে একটা ফাইল পাবেন twocolcats.php নামে। সেটির ভিতর যে কোডগুলো আছে সেগুলো আপনার থিমের function.php ফাইলে এড করুন। ব্যাস। তবে অনেক থিমের ফাংশন ফাইলে কোড এড করতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি কাজ না করে তাহলে কোড রিমুভ করে প্লাগিনই ইউস করা বেটার হবে।

সাইট জনিত যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন

Contact Facebook