Site icon Trickbd.com

ট্রিকবিডির/টেকটিউন্স সাইটের পোষ্ট অটোমেটিক আপনার সাইট এ পোষ্ট হবে

আস-সালামুলাইকুম

কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। অনেক দিন পর আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো তা আপনি এতক্ষণে  বুঝে  গেছেন। হ্যা আপনি ঠিক বুঝেছেন আমি আজ আপনাদের সাথে এমন একটি প্লাগিন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার সাইট এ অটো পোষ্ট সিস্টেম করতে পারবেন । তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

প্লাগিন্স এর বিবরনঃ


নামঃ Rss-Autopilot

মূল্যঃ ২১ ডলার

সাইজঃ ৪.৯১ মেগাবাইট

 

প্লাগিন্স এর  মেইন চারটি ফিউচারঃ


 

প্লাগিনটি কিভাবে ডাউনলোড করবেন?


প্লাগিনটি ব্যবহার করতে চাইলে আপনাকে প্লাগিনটাকে আগে ডাউনলোড করতে হবে, তাই ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Rss-Autopilot

 

প্লাগিনটি কিভাবে ব্যাবহার করবেন?


প্রথমে আপনি আপনার সাইট এর প্লাগিন এ যান তারপর Add New তে ক্লিক করুন


এখন upload plagin এ ক্লিক করুন

এখন choose File এ ক্লিক করে আপনি ডাউনলোড করা প্লাগিনটি সিলেক্ট করুন।

এখন Install Now   এ ক্লিক করুন

এখন Active Plugin এ ক্লিক করুন

 

এখন বাম পাশে দেখুন নতুন একটি Rss-Autopilot নামে অপশন যুক্ত হয়েছে। সেটাতে ক্লিক করুন।


এখন Add New তে ক্লিক করুন


Add New তে ক্লিক করলে এই রকম একটা বক্স আসবে

এখন নিচের বক্স এর মত হুবোহুব এক রকম করে সব কিছু এড করুন।  শুধু মাত্র নিচের Default Author থেকে আপনি কার দ্বারা পোষ্টি করাবেন তার নাম সিলেক্ট করে দিন।


এখন আপনার পোষ্ট কোন categories এ  হবে সেটা সিলেক্ট করুন।  এখন ক্যাটাগরিস থেকে আপনার পছন্দ মত categories সিলেক্ট করে পারবেন।


বিঃদ্রঃ Extract categories from feed (create categories automatically) এটা দিলে Rss ফিড এর সাইট এ যে কেটাগরিস এ পোষ্ট হয়েছে ঠীক একইভাবে আপনার সাইটে পোষ্ট হবে।

 

নিচের সব কিছু যেভাবে আছে যেভাবে রেখে শুধু মাত্র Set featured image থেকে  Image from content সিলেক্ট করুন ।


এখন সেভ/ Save  এ ক্লিক করুন


ইয়াহু ৯৯.৯% কাজ শেষ । দেখুন আমাদের Rss ফিডটি এড হয়ে গেছে ।


এখন Run এ ক্লিক করুন আর দেখুন যাদু।

পূর্বে প্রকাশিতঃ 24WorldTips.Ml এই সাইট এ