বিসমিল্লাহির রহমানির রাহীম।★★
———————–
কেমন আছেন বন্ধুরা।
–
আশা করি ভালোই আছেন।
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।
———————————-
আাশা করি টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আজকের টিউন।
অনেকেই আছেন যারা WordPress Theme এর Logo পরিবর্তনের অভাবে নিজের পছন্দের Theme টি ব্যবহার করতে পারছেন না। তো আজ আমি সে বিষয়ে কথা বলবো যে আপনি কিভাবে wordpress এর থিম লোগো পরিবর্তন করবেন।
তো কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
★ধাপ-১
—–
আপনি আপনার ইচ্ছা মত একটি লোগো বানিয়ে নিবেন।
আর রেজুলেশন দিবেন 210*75
আপনি লোগো বড় করতে চাইলে রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন।
——————————————
★ধাপ-২
—–
★আমি একটি WordPress theme নিয়েছি।
তো এটাকে প্রথমে unzip করুন।
unzip করার পর কিছু Folder And Files পাবেন।
★images নামে folder টিতে ঢুকুন।
এখানে লোগো গুলি পাবেন। logo.png & piyara.png এই logo দুটির জায়গাতে একই নামে আপনার বানানো logo দুটি replace করুন এবং বেরিয়ে আসুন –
——————————————-
★ধাপ-৩
——
এবার Header.php File টি Root Explorer অথবা ES File manager এ Edit করেন।
★নিচের লাইনটি খুজে বের করুন।
এবং এই নাম্বার গুলোর স্থানে আপনার লোগো এর রেজুলেশনের width Number টা বসান।।
——————-
★আপনার লোগো এর Resulation দেখার জন্য Gallery তে গিয়ে logo টি open করে logo details এ দেখবেন
——-
যেমন আমি বসিয়েছি ২১০
–
আর হ্যা আপনার theme টি যদি একবার আপনার site এ upload করা থাকে তাহলে থিমটির নাম পরিবর্তন করে theme টিকে zip করে upload করবেন।।
এবং দেখবেন যে আপনার site এর logo change হয়ে গেছে।
????
————SUBSCRIBE MY CHANEL
——-
ধন্যবাদ সবাইকে।