আসসালামু আলাইকুম
আজকাল আমরা অনেকেরই নিজের ওয়েব সাইট আছে। ওয়েব সাইট বানানোর জন্য বতমানে আনেক সাইট আছে। WordPress সবচেয়ে ভালো। যার জণ্য প্রয়োজন Hosting। আর তা কিনার জন্য টাকা লাগে। অনেকেই তা ফ্রি তে ব্যবহার করে। যার কারনে সাইট কয়েকদিন পরেই ব্লক হয়ে যায়।যার জন্য অনেকে ভালো ওয়েব সাইট বানিয়েও সফল হতে পারে না। এখন আর এই ব্লক হওয়ার কোনো কারন থাকবে না। এখন নিজেই বানিয়ে ফেলুন নিজের Hosting সাইট। যাতে আপনি সাইট। ব্লক না করলে কেউ করতে পারবে না। যা সকলের জন্য ভালো হবে। তো আর কথা না বলে কাজে চলে যায়।
Demo: SHFreeHost.Ga
১.আপনার একটি ডোমেইন লাগবে। যদি ডোমেন থাকে তাহলে ডোমেইন এর name servers দিন :
ns1.byet.org
ns2.byet.org
২.এবার এখানে যান
৪. আপনার ইমেইল দিন।না বুঝলে নিচে দেখুন।
৫.আপনার কাজ শেষ। এবার আপনার সাইটি একটিভ হলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে। সাইট একটিভ হতে ১ দিন বা তার বেশি সময় লাগতে পারে। মেইল আপনার Spam বক্স এও আসতে পারে। আপনার কাছে যে মেইল যাবে সাইট একটিভ হলে সেখানে সব লিখা থাকবে সাইটের।
আশা করি আমার পোস্ট টি সকলের ভালো লাগবে। আজ এখানেই শেষ করি,,,। সব সময় আপনাদের পাশে আছি এবং নতুন অনেক কিছু শিখছি। কোনো ভুল হলে দয়া করে কমেন্ট এ জানাবেন।
সব সময় TrickBD তে আসবেন।