## ওয়ার্ডপ্রেস এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ।
## এসইও(SEO) তে গুগল সবচেয়ে বেশি ওয়ার্ডপ্রেসকেই প্রাধান্য দেয়। (শুধুমাত্র Self-hosted)
## আর এসইও এর জন্য একটা V.V.I কাজ হলো পোস্টের ভিতরে নিজের সাইটের অন্যান্য পোস্টগুলোর লিংক দেওয়া।
## অনেকে তাদের সাইটে Inline Link গুলো বিভিন্ন ভাবে দেয়, যেমন,
- আরও দেখুন – {{ পোস্টের লিংক }}
- এই পোস্টটি দেখতে পারেন – লিংক
- See More – Link
- Read More about – Link
## এইসব (লিংক) হতে হবে আপনারই সাইটের অন্যান্য পোস্টের লিংক। পাঠক পোস্ট পড়তে পড়তে এসব লিংকে প্রবেশ করবে। আর এতে ফায়দা আপনারই।
## এসইও তে এসব ইনলাইন লিংক এ rel=”dofollow” ট্যাগ না দিয়ে অনেকে ভুল করেন। গুগল কখনো কখনো ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ধরে নেয়।
## কিন্তু কেমন হয় যদি – অটোমেটিক আপনার সাইটের প্রতিটি পোস্ট ইনলাইন পোস্টের লিংকগুলো আসে। তাও আবার রিলেটেড কিংবা ক্যাটাগরি বেইজড্।
## হ্যাঁ, বুদ্ধিমান ওয়ার্ডপ্রেস ব্যবহার কারিরা এই কাজটি অবশ্যই করে। আপনারা চাইলে পপুলার সাইটগুলোতে দেখতে পারেন।
এসইও(SEO) তে কি সুবিধা?
আপনার সাইটের Sitemap.xml যখন
তৈরি হয় তখন Homepage এর Priority দেওয়া হয় 1.0 আর পোস্টের 0.9/0.8
সুতরাং বোঝাই যাচ্ছে হোমপেজের পর প্রাধান্য বেশি পোস্টের। পোস্ট প্রতিনিয়ত Crawl করা হয়। তাই আপনার উচিত পোস্ট পেজে যথেষ্ট লিংক এড করা।
আর এ কাজ করতেই প্রয়োজন ইনলাইন লিংকিং।
যেভাবে করবেনঃ
## প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
## তারপর Plugins>>Add New এ যান।
## এরপর সার্চ বক্সে Inline Related Post লিখে সার্চ দিন।
## নিচের প্লাগিনটি আসলে ইনস্টল ও একটিভ করুন।
## এবার Settings>>Inline Related Post এ যান।
## নিচের মত সেটিংগুলো চেন্জ করুন। চাইলে See More এর জায়গায় অন্যকিছু বসাতে পারেন। কালার চেন্জ করতে পারেন।
## আপনার পোস্টগুলো ছোট ছোট হলে Interval Between the boxes 100 ই রাখবেন। বড় হলেও ১০০ই রাখা উচিত আমার মতে।
## ব্যাস কাজ শেষ। সেভ দিন। আর আপনার সাইটের হোমপেজে প্রবেশ করুন আর যেকোনো পোস্টে যান আর চেক করুন। – Demo
ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য।
আমার সাইট – RxTechBD