কেমন আছেন সবাই?
আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সবচেয়ে ভালোমানের অয়েব হোস্ট।
ওয়েব হোস্ট কি আশা করি এটা বুঝানোর দরকার নেই।
আমরা সচারচর বিভিন্য ওয়েব হোস্ট ব্যাবহার করে থাকি উদাহরণ হিসেবে বললে বলা যায়
Infinity free
000freehost ইত্যাদি।একেক অয়েব হোস্টের একেক সুবিধা থাকে।সকল ওয়েব হোস্টে প্রিমিয়ামে আপনারা পুরো সুবিধা পেয়ে থাকেন।
এক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদেরকে পে করতে হবে
কিছু কিছু ওয়েব হোস্ট আছে যারা আনলিমিটেড ব্যান্ডউইথ বলে প্রতারনা করে এছারা ডিস্ক স্পেস লিমিটেশন তো আছেই। আমি যে ওয়েব হোস্টটি শেয়ার করছি সেটা আমি নিজে ব্যাবহার করছি।এই হোস্ট নিয়ে আমি ট্রিকবিডিতে পোস্ট পেলামনা তাই শেয়ার করছি। প্রথমে নিচের লিংকে যান আর স্বচক্ষে ফিচার গুলো দেখে নিন। এখানে যান এর পরেও বুঝার সার্থে আমি বিস্তারিত বলছি।
একনজরে ফিচার সমূহ
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- আনলিমিটেড লাইফটাইম
- আনলিমিটেড ডিস্কস্পেস(ফ্রি)
- এক ক্লিকে ইনস্টল
- ফ্রি শেয়ারড হোস্টিং,ফ্রি রেস্লার হোস্টিং,ফ্রি ভিপিএস হোস্টিং
- আনলিমিটেড ডোমেইন
- আনলিমিটেড ইমেইল
- ফ্রি Cpanel
সহ আরো অনেক কিছু। যারা ওয়েব হোস্টিং ব্যাবহার করেন তারা সহজেই বুঝতে পারছেন এই ফিচার গুলো আপনাকে কতটা সাহায্য করতে পারে। এই ফিচার গুলো আপনি।. com,. tk,.ml,.ga সহ সকল ডোমেইনে ব্যাবহার করতে পারবেন।
যারা বিগিনার তারা কিভাবে হোস্ট অডার করবেন তার জন্য পোস্টের বাকি অংশ ফলো করুন
লিংকে যাওয়ার পর নিচের মত আসবে
এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরা তিন প্রকারের হোস্ট প্রোভাইড করে থাকে।এদের হোস্ট নেওয়ার জন্য আপনাকে লগিন করতে হবে। লগিনের জন্য নিচের দেখানো যায়গায় ক্লিক করুন।
আপনার পুর্বে থেকে একাউন্ট না থাকলে রেজিস্টার এ ক্লিক করুন।রেজিস্টার হয়ে গেলে নিচের দেখানো যায়গায় ক্লিক করুন।
তাহলে আপনি তাদের সার্ভিস গুলো দেখতে পাবেন।এখানে ২ প্রকার সার্ভিস পাবেন।
এখানে তারা দুইটি সার্ভিস প্রোভাইড করে একটি ফ্রি আরেকটি গোল্ড।বস্তুত দুটিই তাদের ফ্রি সার্ভিস।তাই চিন্তার কোনো কারন নেই
এরপর গোল্ড সার্ভিসে ক্লিক করুন তারপর নিচের মত দেখতে পাবেন
এখান থেকে অরডার করে নিয়ে নিন আপনার পছন্দের হোস্ট।আর যারা অরডার করতে পারেন না তারা ট্রিকবিডিতে পোস্ট আছে ওটা সার্চ করে দেখে নিন।
কোনো সমস্যা হলে ফেসবুকে আমি
ভালো লাগলে আমার ওয়েবসাইটটি একবার ঘুরে আসুন।