Site icon Trickbd.com

আজ আলোচনা করবো WordPress সেটিংস নিয়ে। মনোযোগ দিয়ে দেখে নিন

আজ আমরা ওয়ার্ডপ্রেসে Discussion সেটিংস সম্পর্কে জানবো।

ধাপ ১: ওয়ার্ডপ্রেসের মেনুবার থেকে Settings -> Discussion অপশনে ক্লিক করুন।

নিম্নে Discussion settings এর প্রতিটি ফিল্ড সম্পর্কে আলোচনা করা হলো।

 

Other Comment Settings – এই সেটিংস-এ মেন যে অপশনগুলো রয়েছেঃ

 

Avatars: Avatar হলো একটি ছোট ছবি যা ড্যাশবোর্ড স্ক্রিনের উপররের দিকে ডান পাশের কর্নারে আপনার নামের পাশে প্রদর্শিত হয়। এটা দেখতে আপনার প্রোফাইল ছবির মতই। ওয়ার্ডপ্রেস সাইটে Avatar সেট করার অপশনগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

 

 

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। WordPress এর যেকোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন।

কম টাকায় সাইট বানাতে যোগাযোগ করুন 01785829489