Site icon Trickbd.com

আপনার সাইটের ভিজিটরদের কাছে WordPress নামে মেইল যাওয়ার পরিবর্তন করে আপনার সাইটের নাম দিন।

 

ভাই আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট আছে, তারা সহজেই বিষয়টি জানার কথা তাইনা?

আপনার WordPress সাইটে কেউ রেজিস্ট্রেশন করলে অথবা কেউ কমেন্ট করলে অথবা যে বিষয়ই হোক, আপনার সাইট থেকে যদি অটো কোন ইউজারের কাছে ইমেইল যায় তা সাধারনত দেখা যায় ওয়ার্ডপ্রেস নামে থাকে!

অথচ নামটা থাকা উচিৎ ছিলো আপনার সাইটের! মানে কারো কাছে ইমেইল গেলে শো করে WordPress থেকে একটি ইমেইল এসেছে, অথচ সেখানে আপনার সাইটের নাম যেমন: trickbd থেকে ইমেইল এসেছে এমন হওয়া উচিৎ ছিলো।

কিন্তু, এটা ডিফল্ট ভাবে থাকে না, এটা পরিবর্তন করতে হলে আপনাকে কোডিং জানতে হবে।

কোডিং না জানলে এটি আপনি করতে পারবেন না। তাই যারা কোডিং না জানেন তাদের কথা চিন্তা করে আমি একটি প্লাগিন দিলাম, যাতে যাদের কোন কোডিং জ্ঞান নেই, তারাও যেন সহজেই এই নামটি পরিবর্তন করে তাদের নিজেদের সাইটের নাম দিতে পারে।

আরো একটি সুবিধা এটার সাথে যোগ করেছি, শুধু নামই না, চাইলে আপনি ইমেইল পরিবর্তনও করতে পারবেন।

এখানে আপনি চাইলে একটি ভুয়া ইমেইল ব্যবহারও করতে পারবেন।

মনে করুন, আপনি আপনার সাইটের নামের ঘরে লিখে দিলেন গুগল এবং ইমেইল এর যায়গাতে দিলেন admin@gmail.com

 

তাহলে আপনার সাইট থেকে ইউজারদের কাছে ইমেইল যাবে, Gmail থেকে একটি ইমেইল এসেছে admin@gmail.com থেকে

 

তবে, এই ধরনের বিষয় ব্যবহার না করাই ভালো, কারন আপনি অন্য কারো নাম ব্যবহার করলে ইউজার বুঝতেই পারবে না এটা আপনার সাইটের ইমেইল, যার কারনে আপনার সাইটেও সে আসবে না, আবার ভুয়া নাম, ইমেইল ব্যবহার করলে ইমেইল কম্পানিও আপনাকে spam এর লিস্টে ফেলতে পারে। তাহলে আর বড় করবো না।

প্লাগিনটি নাম: CB Change Mail Sender

 

*Wordpress plugin store গিয়ে সার্চ দিলেই পাবেন।

 

তো আজ এ পর্যন্তই ফিরে  আসছি নতুন কিছু নিয়ে।

 

400 টাকাই .com ডমেইন এক বছরের জন্য নিতে 01785829489