Site icon Trickbd.com

আপনার যেকোনো সাইট খুব সহজে Google Webmaster Tools এ যোগ করুন। গুগলে সার্চ করলে আপনার সাইট ও পাওয়া যাবো।

Unnamed

ট্রিকবিডির সকলকে আমার সালাম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি। তাই আজ আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে আপনার সাইট Google Wapmaster Tools এ যোগ করবেন।

সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুনঃ

আপনার প্রথমে আপনার ফোনের যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওই ব্রাউজার এ জিমেইল লগইন করে নিন।তা না হলে লিংকে যেতে পারবেনা না আর লিংকে গেলে অটো জিমেইল লগিন করতে বলবে তখন ও লগিন করতে পারবেন

এবার নিচের স্কিনসর্ট গুলো দেখুনঃ-

এবার প্রথমে আপনার সাইটের নাম দিন এবং Add Property তে ক্লিক করুন

এবার ২ নিয়মে করা যায় এখানে আমরা হেডার এ Html কোড দিয়ে করবো আপনি চাইলে অন্য নিয়মে করতে পারবেন

Html Tag। এ ক্লিক করুন

এবার কোডগুলো কপি করে নিন
এবার আপনি আপনার সাইটে যান সেখানে আপনার থিমে প্রবেশ করুন।আপনার সাইটের থিম এ Header.Php তে চলে যান সেখানে দেখবেন

এখানে দেখবেন গুগল ভেরিফিকেশন কোড আছে।কারন আমরা অনেকে অন্যের সাইটের থিম ব্যবহার করি যার কারনে তার সাইটের ভেরিফিকেশন কোড থাকে সেখানে আপনি কাংখিত কপি করা কোডটি বসান।

আমি কোড দেখানোর জন্য যে (*) চিহু ব্যবহার করছি আপনারা এটা ব্যবহার করবেন না।

এবার আপনার কোডটি যদি সঠিকভাবে বসানো থাকে তাহলে আপনি Verify এ ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। কিন্তু কোড সঠিকভাবে যদি না বসাতে পারেন তাহলে Failed দেখাবে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আশা করি ট্রিকবিডির সাথেই থাকবেন…ও

যেকোনো প্রয়োজনেঃ-

On Facebook অথবা Messenger

Exit mobile version