আসসালামু আলাইকুম ।
প্রিয় ট্রিকবিডির বন্দুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
Trickbd থিম দুইটা শেয়ার করার পর ফেসবুকে অনেকেই অনুরোধ করেছেন ।
কিভাবে Logo পরিবর্তন করবো ।
অনেককে আমি নিজে করে দিয়েছি ।
কিন্তু বারবার এক কাজ করতে ভালো লাগে না তাই একটা পোষ্ট দিলাম ।
আশা করি সবাই উপকৃত হবেন ।
আর একটা কথা আজ আমার জন্মদিন । সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ ও সুন্দর ভাবে বেচে থাকি ।
তো প্রথমে এখানে ক্লিক করুন ।
এবার নিচের চিত্রের মতো
FTP Server এ দিন ftp.আপনার ডোমেইন ।
যেমনঃ ftp.likerbd.com
Username এ আপনার হোষ্ট Username দিন ।
যেমনঃ আমি দিয়েছি tipsjanbd.
এবার Password এ আপনার হোষ্ট Password দিন ।
এবার একটু নিচে যান এবং নিচের চিত্রের মতো বক্সটাতে টিক দিয়ে Connect করুন ।
এবার আপনার যদি Free Host হয় তাহলে htdocs ফোল্ডার এবং Paid Host হলে public_html এ ক্লিক করুন ।
এবার wp-content এ ক্লিক করুন ।
এবার আপনার Theme এ ক্লিক করুন আমি আমারটা TipsJanBD এ ক্লিক করলাম ।
এবার img ফোল্ডার এ ক্লিক করুন ।
এবার logo.png ফাইল এ ক্লিক করুন ।
এবার নিচে থেকে Delete এ ক্লিক করুন ।
এবার img ফোল্ডার এর নিচে Upload লেখাতে ক্লিক করুন ।
এবার আপনার logo টা আপনার ফোনে logo.png নাম করুন । তারপর logo.png ফাইলটা সিলেক্ট করে Upload এ ক্লিক করুন ।
ব্যাস কাজ শেষ । এবার আপনার সাইটে গিয়ে দেখুন Logo পরিবর্তন হয়ে গেছে ।
আপনি চাইলে এই সাইট থেকে আপনার Host এর Filemanager এর সকল কাজ করতে পারবেন ।
সবাইকে ধন্যবাদ ।
LikerBD.Com