Site icon Trickbd.com

ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রপফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ১

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পর্ব ভিত্তিক টিউন। আশা করি সবাই সাথেই থাকবেন।

মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে বিষয়বলী জেনে নেওয়া যাক।

আমরা যারা নতুন আছি বা ব্যাসিক থেকে প্রফেশনাল ভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই বা ওয়েব সাইট তৈরি করতে চাই তাদের জন্য এই টিউন।
আমাদের প্রিয় ট্রিকবিডির ব্যাপারে কি আমরা জানি? প্রিয় ট্রিকবিডি আগে ওয়াপকা ভার্সনে ছিলো এরপর রানা ভাই ধীরে ধীরে ডেভেলপ করে আজকের ট্রিকবিডিতে পরিণত করতে সফল হয়েছে। এতে আমরা কি বুঝি? ভাল কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই কষ্ট করতেই হবে সাধনা করতেই হবে না হলে কিভাবে সম্ভব উন্নতি করা? আমি যখন জয়েন করি তখন ছিলো ট্রিকবিডি ওয়াপকাতে। ৯ ডিসেম্বর ২০১৫ সাল। তখন থেকেই চেষ্টা করতাম রানা ভাইয়ের মত একটা সাইট তৈরি করতে। খুব মজা লাগতো কডিং দিয়ে ওয়াপকা সাইট এর ডিজাইন করতে।
যাহোক, আমরা চেষ্টা করবো ফ্রি হোস্টিং এবং ডোমেইন দিয়ে ব্যাসিক থেকে কিভাবে প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরি করা যায়।

তাহলে চলুন যেনে নেওয়া যাক আমরা কোন হোস্টিং গুলো নিবো?
আমাদের হোস্টিং হিসেবে থাকবে ইনফিনিটি ওয়েব হোস্টিং
এবং ডোমেইন হিসেবে থাকবে ডট সিএ, ডট এমএল, ডট টিকে, এই গুলোর মধ্যেই যে কোনো একটা দিয়ে চালাবো এর পর ব্যাসিক শেষ হলেই আমরা চলে যাব প্রিমিয়াম এর দিকে।
এবং ব্যাসিক থেকে আমরা উন্নিত হব প্রফেশনালের দিকে।

সি এম এস হিসেবে থাকবে সবার সেরা ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস দারুণ সব ফিচার যুক্ত সিএমএস, এখানে যেকোনো ত্রুটি একটু চেষ্টা করলেই মুক্ত করা যায়।

ইনফিনিটিনি ফ্রি ডট নেট এই হোস্টিংটা একটু ভিন্ন মানের।
চলুন দেখা যাক কি কি সুবিধা পাবো আমরাঃ

    Popular Hosting Apps
    WordPress,Joomla,Drupal, MyBB,PrestaShop, phpBB,

আমাদের টিউটোরিয়াল গুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রতিটা পর্বের জন্যেই থাকবে ভিডিও টিউটোরিয়াল শুধু ক্লিক করে দেখতে হবে।

তো এই ছিলো আজকের আলোচ্য বিষয়। আমাগী টিউনে আবার দেখা হবে সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

যদি আপনি চান যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে টিউটোরিয়াল গুলো ফলো করতে তাহলে Tech & Talk এ সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান।

ধন্যবাদ সবাইকে।