Site icon Trickbd.com

ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ৫

1Data for Tech

1Data for Tech

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করতে চলেছি
শুরুতেই কিছু কথা বলি ।

আমাদের কাজটা ধীরে ধীরে প্রফেশনালের দিকে এগিয়ে যাচ্ছে । তাই টিউন লিখে আপনারা কেমন বুঝতেছেন সেটা প্লিজ আমাকে জানাবেন । আমি যতটুকু পাড়ি আপনাকে সাহায্য করবো । এছাড়া আমি প্রতিটা পর্বের ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপলোড করে দিচ্ছি । যাতে করে আপনাদের সব কাজ গুলা বুঝতে এবং পরিচালনা করতে সুবিধা হয় । আপনার যদি মনে হয় আপনি কিছু শিখতে পারলেন । তাহলে আমার টিউন গুলো শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ । চলুন মূল পর্বে চলে যায় ।

আমাদের ওয়েব সাইট এখন সফলভাবে ওয়ার্ডপ্রেসে ইন্সটল হয়ে গেছে । এবার আমাদের ওয়েব সাইটকে সুন্দর করে ডিজাইন করে নিবো তাহুলে কি ভাবে আমরা আমাদের সাইটা ডিজাইন করবো?
চলেন ফটোতে দেখে নেওয়া যাক ।

স্ক্রিনশট ১

লক্ষ্য করূন । এখানে আছে ড্যাসবোর্ড , এরপর আছে বামদিকে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেইজ, কমেন্ট, অ্যাপারেন্স, প্লাগইন,ইউজার, টুলস, সেটিংস ইত্যাদি। আমরা এই সকল বিষাদী নিয়েই কাজ করবো । আমরা প্রথমে সিম্পল একটা কাজ করবো ।

তাহলে চলুন সিম্পল কাজটা দেখে নেওয়া যাক ।

স্ক্রিনশট ২


আমরা দেখতে পাচ্ছি পোস্টের কয়েকটি সাব ক্যাটাগরিকে ।
তাহলে পোস্টে ক্লিক করি ।

স্ক্রিনশট ৩


অ্যাড নিউ পোস্টে ক্লিক করি ।
পোস্টের টাইটেল লিখি ।
যেমনঃ

স্ক্রিনশট ৪

টাইটেল এর পরে আমরা আমাদের কন্টেন্ট গুলো লিখে ফেলবো । এবং থাম্বনেইল, পোস্ট ট্যাগ, পোস্ট ক্যাটাগরি সব লিখে ফেলবো ।

স্ক্রিনশট ৫

এর পর আমরা ডান পাশ থেকে প্রিভিউ করে দেখে নিবো । এর পর যদি আমাদের কন্টেন্ট লিখতে কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমরা সেগুলো ঠিক করে নিবো ।

এর পর আমরা আমাদের টিউনটা পাবলিশ করে দিবো ।

ভিডিও দেখুনঃ

তো এইছিলো আজকের পর্ব ।

টিউনেরর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

আপনি যদি টিউন থেকে একটা শব্দও শিখে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য ।
সাবস্ক্রাইব করুণ