Site icon Trickbd.com

ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ০৮ থিমস এবং প্লাগইন সেটাপ

আমরা ছিলাম ব্লক পর্যন্ত।
আজকে ব্লক থেকে শুরু করতে চলেছি

এখানে দেখুন ইমেজ সাইজ দেওয়া আছে।

ব্লগের কাজঃ

বড়, মাঝারি, ছোট, থাম্ব আকারের অবশন আছে। বড় সাইজ ১০২৪*১০২৪
মাঝারি সাইজ ৭৬৮*০
ছোট সাইজ ৩০০*৩০০
থাম্ব সাইজ ১৫০*১৫০
সাইজ

ইচ্ছা মত সিলেক্ট করতে পারবেন

ওয়েব সাইট টেক্সটঃ
সাইট টেক্সট
যদি কোনো পেজ এরর দেখায় তাহলে লেখা আসবে ৪০৪ এরর পেইজ নট ফাউন্ড, অথবা ব্লগে যেটা সেটাপ করা থাকবে সেটা আসবে।

মিডিয়াঃ মিডিয়াতে তেমন কাজ নেই।
মিডিয়া

ব্যাকগ্রাউন্ডঃ

ব্যাকগ্রাউন্ড ইমেজআপনি সাইটের লুক চেজ করতে চাইলে সাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে সুন্দর করতে পারবেন।

মেনুঃ
মেনু
আপনি যদি একাধিক মেনু তৈরি করতে চান তাহলে ক্রিয়েট নিউ মেনু থাকে বানিয়ে নিতে পারেন
মেনু ২

আবার নিচের অপশন থেকে মেনুর লোকেশন দেখতে পারেন। প্রাইমারী মেনু থেকে ফাইন্ড অথবা সিলেক্ট করতে পারেন।
ফাইন্ড

ইডিট থেকে এড করতে পারবেন।
+ এড আইটেম থেকে পেইজ এড করতে পারবেন।
এর পর মেনুর লোকেশন সেট করুণ।

উইজেটঃ
উইজেট
সাইড বার
প্রাইমারি সাইডবার

প্রাইমারি সাইডবার
সাইড বার থেকে ইচ্ছা মত সেটাপ করুন।
ফুটারঃ
ফুটার

ফুটার উইজেট
ফুটার থেকে + এড এ উইজেট এড করুণ।
ফুটার বটম সাইডবারঃ

বটম সাইডবার+এড এ উইজেট এড করুণ।
বটম সাইডবাত
হোম্পেইজ
হোমপেইজ এর স্টাইল কেমন হবে সেটা নির্ধারণ

স্ট্যাটিককরতে আপনার ব্লগের পোস্ট স্টাটিক ভাবে সেট করতে পারেন আবার আপডেট করতেও পারেন নিজের ইচ্ছা মত।
স্ট্যাটিক

স্ট্যাটিক
এবার আসবো এডিশোনাল সি এস এস এঃ

এটা খুব প্রয়োজনীয় নয়!
তার পরেও যদি আপনার কোনো ভাল সি এস এস থাকে তাহলে এখান থেকে ডিজাইন করে নিতে পারেন।

এবার চলে যাবো প্লাগিন অপশনে।

প্লাগিন
প্লাগিন এতো ইজি ব্যাপার না।
প্রোফেশনাল কাজের মধ্যে প্লাগিন একটা।

আজকে শুধু সাইট ফাস্ট করার জন্য



wp super catch একটিভ করবো।
তাহলে এড প্লাগিন অপশনে চলে যান এর পর দেখুন এড নামে বাটন আছে। ক্লিক করুণ।


এর পর যদি কোনো আপডেট আসে তাহলে আপডেট করে ফেলেন
এবং খুজে বের করুন “wp super catch” প্লাগিন
এবং ডাউনলোড করে এক্টিভ করুন।

এবার ইন্সটলেড প্লাগিন থেকে একটিভ করে দেন।

যদি বুঝতে সমস্যা হয় তাইলে ভিডিও দেখতে পারেন।

সাবস্ক্রাইব করূন

মেসেজ করুণ

সমস্যা হলে কমেন্ট করবেন।
আল্লাহ্‌ হাফেজ