ট্রিকবিডি’তে স্বাগতম!
এইযে ট্রিকপ্রেমীরা.!! কেমন আছেন? আশা করি ভালই আছেন। আমিও ভালই আছি তবে ভার্সিটি এডমিশন নিয়ে একটু চিন্তিত। সে আর তেমন কোন বিষয় নয়। টাইটেল পরলেনই তো.. হুমম..!
যারা ট্রিকপ্রেমী, সবসময় এটা নিয়েই ভাবে, বা Website আছে, অথবা ট্রিকবিডিতে পোস্ট করে। তারা তো পোস্ট শেয়ার করার জন্য পাগল, কিন্তু মজার ব্যাপার হল, অলটাইম তো আর মেগাবাইট থাকে না। তখন পোস্টটাও আর লিখা হয় ওঠে না। এর সমাধানটা আমি Offline এ দিতে চাচ্ছি। অর্থাৎ WordPress এর জন্য ইচ্ছে মতো পোস্ট Offline এ লিখে রাখতে পারবেন। যখন মেগাবাইট হবে Upload দিয়ে দিবেন। ও বলতে পারেন___ Freebasic আছে তো! আমি বলব, Freebasics এ wordpress Vitual Notepade নাই।
আমার কাছে এটা অনেকটাই কাজের। কেননা Offline এ পোস্ট লিখা যায়, এবং পোস্টটা ভিউ করে দেখে নেয়া যায় কোন ভুল আছে কিনা। আপনাদের কেমন লাগবে..কমেন্ট বক্সে প্লিজ…!!! কথা অনেক বাড়িয়ে ফেলছি,
চলুন তাহলে সামনে যাই…!!!
যারা ট্রিকপ্রেমী, সবসময় এটা নিয়েই ভাবে, বা Website আছে, অথবা ট্রিকবিডিতে পোস্ট করে। তারা তো পোস্ট শেয়ার করার জন্য পাগল, কিন্তু মজার ব্যাপার হল, অলটাইম তো আর মেগাবাইট থাকে না। তখন পোস্টটাও আর লিখা হয় ওঠে না। এর সমাধানটা আমি Offline এ দিতে চাচ্ছি। অর্থাৎ WordPress এর জন্য ইচ্ছে মতো পোস্ট Offline এ লিখে রাখতে পারবেন। যখন মেগাবাইট হবে Upload দিয়ে দিবেন। ও বলতে পারেন___ Freebasic আছে তো! আমি বলব, Freebasics এ wordpress Vitual Notepade নাই।
আমার কাছে এটা অনেকটাই কাজের। কেননা Offline এ পোস্ট লিখা যায়, এবং পোস্টটা ভিউ করে দেখে নেয়া যায় কোন ভুল আছে কিনা। আপনাদের কেমন লাগবে..কমেন্ট বক্সে প্লিজ…!!! কথা অনেক বাড়িয়ে ফেলছি,
চলুন তাহলে সামনে যাই…!!!
একটা কথা মাথায় হয়তো ঘুরছে, Vitual Notepad কি.??
Simple__ এটা হল এমন একটা Note writer, যা দিয়ে Text কে HTML এবং HTML কে Text ফরমেটে রুপান্তর করে।
কাজের শুরুতেই Apps টা Install করে নেয়া যেতে পারে।
First tools দিয়ে Heading করা হয়।
এই টুলস দিয়ে আপনি list বানাতে পারবেন। dot দিয়ে অথবা নাম্বার দিয়ে।
এখানে ক্লিক করে কোডে রুপান্তরিত করুন।
তাছাড়া video, বা picture এর লিংক করতে পারবেন।
এখন কপি করে মোবাইলে Save সংগ্রহ করে রাখুন পোস্ট করার জন্য।
ধন্যবাদ সকলকে।