Site icon Trickbd.com

খুব সহজে আপনার Adsense একাউন্ট সুরক্ষিত রাখুন এবং আপনার Adsense একাউন্ট Desable হওয়া থেকে বাচান। আর কেউ আপনার Adsense এর Ads এ invalid click করতে পারবে না।

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর এডসেন্সের invalid click এর থেকে রক্ষা করতে পারেন।
আসলে আমরা বাংলাদেশি আর বাংলাদেশিরা কেউ কাউকে উপরে উঠতে দেখতে পারে না। তাই কিছু দুষ্টু মানুষ আছে যারা আপনার এডসেন্সে একাউন্টে invalid click করে আপনার একাউন্টটি ডিজেবল করিয়ে দিবে। তো আজ আমি এর সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
তো এর জন্য আপনাকে একটি প্লাগিন ডাউনলোড করতে হবে।
নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
প্লাগিন টি সম্পূর্ণ ফ্রি।
click here to download
ডাউনলোড করে আপনার wordpress Dashboard এ যান।
তার পর নিচে থেকে প্লাগিন এ ক্লিক করে add new plugins এ ক্লিক করুণ।

তার পর upload plugins এ ক্লিক করুণ।

তার পর এখান থেকে ডাউনলোড করা প্লাগিন সিলেক্ট করে Install now এ ক্লিক করুণ।

তার পর install হয়ে গেলে activate এ ক্লিক করুণ।
তার পর আপনি আবার Dashboard এ গিয়ে নিচে থেকে প্লাগিন এ যান এবং নিচে থেকে Adsense Invalid Click Protector এর সেটিং এ ক্লিক করুণ।

তার পর নিচের স্ক্রিনশট এর মতো সেটিং করুণ।

তার পর আরেকটু নিচে গিয়ে এই অপশন টি no করে দিয়ে save and change এ ক্লিক করুণ।

বেস্ আপনার কাজ শেষ। এখন আর কেউ আপনার ads এ 2 টার বেশি ক্লিক করতে পারবে না মানে ২ টার বেশি ক্লিক করার চেষ্টা করলে তার সমনে ads show করবে না।
তো আশাকরি পোষ্টটি সবার জন্য অনেক হেল্পফুল হবে এবং কিভাবে কি করতে হয় তা সবাই বুঝেছেন আর যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুণ অথবা:-

সবাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

সৌজন্যে:-WizBD.Com