Site icon Trickbd.com

আপনার WordPress | Website এর জন্য পছন্দের নানা রকম Icon খুজছেন?? নিয়ে নিন সবার পছন্দের ব্যবহৃত ৩২টি Icon এর একটি Zip file..!!

Unnamed

কেমন আছেন সবাই.? আশা করি প্রতিদিনের মতো হয়তো আজও অনেক ভাল আছেন। আমিও ইনশাল্লাহ্ অনেক ভাল আছি।‌ আজকার টপিকটা হয়তো এতোটা জটিল নয়। কিন্তু যার প্রয়োজন, তার জন্য অমূল্য বটেই।

যখন Web Design এ পা রাখি, তখন CSS খুজাখুজি, আইকন(Icon) খুজতে খুজতে Online এর কোন জায়গা বাকি রাখি নি। কিছু Icon পেতাম, কিন্তু মজার ব্যাপার হল, অনেক গুলোই খুজে পেতাম না। আস্তে আস্তে পছন্দের আইকন তৈরি করতেও শিখে গেলাম বেশ।

আজ আমি আমার বানানো 32 টি Icon Share করলাম, যার ডুপ্লিকেট কপি Online এর কোথাও পাবেন না।

চলুন তাহলে কয়েকটা Screenshot দেখে নেই।
আপনার Facebook, Youtube, twitter , ইত্যাদির জন্য

নানারকম Plugin এর জন্য

অন্যান্য আইকন

নানারকম Plugin এর জন্য

এখন যদি মনে করেন যে আপনার জন্য আইকন গুলো কাজে লাগতে পারে, তাহলে নিশ্চিন্তে Download করে রাখতে পারেন।

আপনি চাইলে আইকন গুলোর সাইজ বাড়িয়ে/কমিয়ে নিতে পারবেন। এজন্য height=”xx” width=”xx” করে নিবেন। আশা করি আপনি আপনার Web Design আরও অনেক সুন্দর ও সহজ হবে।

আজ তাহলে আর কথা বাড়িয়ে কোন কাজ নাই। আসছি আবারও নতুন কোন টিউন নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভাল থাকবেন। ওওও আরেকটা কথা TrickBD এর সাথেই থাকবেন কিন্তু…
ধন্যবাদ সবাইকে…..