Site icon Trickbd.com

সহজেই নিজের মর্জি মতো থিম ও ডোমেইন নিয়ে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরির টিউটোরিয়াল [পর্ব-১]

Unnamed

কেমন আছেন আপনারা সবাই? আশা
করি ভালো। টাইটেল দেখেই হয়তো
বুঝতে পেরেছেন, আজ আপনাদের
শেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে
একটি ওয়েবসাইট তৈরি করবেন একদম
ফ্রিতে। প্রথম পর্বে আমরা কিছু
বেসিক ধারণা নিয়ে আলোচনা
করবো। যে গুলো না জানলেই নয়।

তো ওয়েবসাইট তৈরি করার আগে
আমাদের কিছু বিষয় জানা থাকা
আবশ্যক।

1. hosting

2. domain

3. Theme

4. plugin

Hosing:

হোস্টিং হলো আপনি আপনার
ওয়েবসাইট টা যেখানে রাখবেন, ঐ
জায়গা। ধরুন আপনি একটি ঘর তৈরি
করবেন, এখন ঘর তৈরি করার জন্য যে
জায়গার প্রয়োজন ঐটাই হোস্টিং।
বাংলাদেশে অনেক ভালো ভালো
হোস্টিং কোম্পানি আছে। আপনি
যদি বড় কোনো ওয়েবসাইট বানাতে
চান তাহলে হোস্টিং কেনাই

ভালো। ১ বছরের জন্য ১ জিবি
হোস্টিং এর দাম হবে ১২০০ থেকে
১৫০০ টাকা। কিন্তু বিভিন্ন
ওয়েবসাইট আছে যেগুলো থেকে
ফ্রী হোস্টিং পাওয়া যায়। আমরা
ওগুলো নিয়েই কাজ করবো।

Domain:

ডোমেইন হলো আপনার ওয়েব সাইটের
লিংকের শেষে যে এক্সটেনশন
থাকে। যেমন: আমাদের ওয়েব
সাইটের নাম www.trick24bd.com এখান .com
হলো ডোমেইন। আপনি সাইট তৈরি
করতে হলে আপনার সাইটের একটা
ডোমেইন সহ লিংক থাকতে হবে। এই
লিংক হলো আপনার ঘরের দরজা।
ঘরে যেমন ঢুকতে হলে দরজা দিয়ে
ঢুকতে হয় তেমনি ওয়েব সাইটে
ঢুকতেও একটি লিংকের প্রয়োজন হয়।
ভালো কোম্পানি থেকে ডোমেইন
কিনার জন্য টাকার প্রয়োজন। ১
বছরের জন্য। .com ডোমেইনের দাম
হবে ৮০০ থেকে এক হাজার টাকা।
আবার কিছু ফ্রী ডোমেইনও আছে।
যেমনঃ .cf .tk .ga .gq ইত্যাদি। আমরা
শিখার জন্য ফ্রি ডোমেইন নিয়ে
কাজ করবো।

Theme:

ওয়েবসাইট বানানোর পর আমাদের
একটি থিম পছন্দ করতে হবে। তো
থিমের ক্ষেত্রেও কিছু ফ্রি থিম
আছে আবার কিছু থিম কিনতে হয়।
আপনি চাইলে থিম বানাতেও

পারবেন। এজন্য আপনাকে HTML এবং
প্রোগ্রামিং জানতে হবে। তো
আমরা ওদিকে যাবো না। ফ্রি থিম
নিয়েই কাজ করবো। আপনাদের
কাছে কোনো ওয়ার্ডপ্রেস থিম
থাকলে আপনারা ওই থিম ব্যবহার
করতে পারেন।

Plugin:

প্লাগিনের মাধ্যমে আপনি আপনার
সাইটে এক্সট্রা কোনো ফাংশন
যোগ করতে পারবেন। যেমনঃ আপনি
চাইলেন ভিজিটর দের আপনার সাথে
যোগাযোগ করার একটি পেইজ থাকুক।
কিন্তু আপনার থিমে এটা নেই। এখন
আপনি প্লাগিন ব্যাবহার করে অই
পেইজ ওয়েবসাইটে যুক্ত করতে
পারবেন।

তো এই হলো কিছু বেসিক ধারণা।
সামনের পর্বে আমরা
টিউটরিয়ালের দিকে যাবো।

সবসময় ভালো থাকুন এবং Trickbd এর
সাথেই থাকুন। কোনকিছু জানতে
চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।