বর্তমানে দেশ বিদেশ এ ব্লগার এর অভাব নেই।
তাই থিম ডেভলপার রাও সুযোগ পেয়ে থিম এর দাম এত বাড়িয়ে দিয়েছে যে তা বলার বাইরে।
নতুন ব্লগার যারা আছে তাদের তো থিম এর দাম শুনলেই চোখ কপালে উঠে।
এক একটা থিম মিনিমাম ৫০$+
প্রথম অবস্থায় ব্লগিং শুরু করতেই গিয়ে কী এত টাকা দিয়ে থিম কিনা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। তবে যাদের টাকা আছে তাদের জন্যই।
কিন্তু আমাদের টাকা নেই বলে আমরা পিছিয়ে থাকব?
তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম একদম ফ্রীতে।
এই থিম টা একজন অথর ট্রিকবিডিতে শেয়ার করেছিল.. তবে তিনি ডাউনলোড লিংক দেয় নি।
দিয়েছে তার ফেসবুক আইডি…সে তার কাছ থেকে থিম টা কিনে নিতে বলে।
তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই…
প্রথমে থিম এর Demo দেখে নিন…
এবার থিম এর কিছু স্ক্রিনশট দেখে নিনঃ
আশা করি থিম টা ভালো লেগেছে…
ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন
টাইটেলে ব্লগার, আর পোস্টে ওয়ার্ডপ্রেস।
বেঁচে গেলেন কেউ যে আপনাকে বকা দিল না, খারাপ মন্তব্য করল না।
আরেকটা হলো ব্লগার প্লাটফর্ম (ব্লগার সাইট blogger.com)।
যদি লেখালেখি কিংবা পোস্ট সম্পর্কে হতো তা না হয় ব্লগার লিখতেন।