আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভালোই আছেন কারন TrickBD মেম্বাররা সব সময় ভালোই থাকে।
আজ আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে ফাইল ম্যানেজার দিয়ে আপনার নিজস্ব ওয়েবসাইটের ফাইল এডিটিং এর কাজ করবেন!! তো চলুন শুরু করা যাক।
নিচ থেকে ফাইল ম্যানেজারটা ডাউনলোড করে ইনষ্টল করুনঃ
ES File Manager: Download
এবার স্ক্রিনশটগুলো ফলো করুনঃ
এখন আপনার FTP সকল ইনফরমেশন দিয়ে সেভ করুন যেমন আমি দিয়েছি। (FTP Server, Username, Password, Display Name)
এটার ভেতরে ঢুকলে আপনার ওয়েবসাইটের সকল ফাইল পেয়ে যাবেন, আপনি চাইলে ফাইলে ফাইল কাটতে পারবেন, তৈরী করতে পারবেন, এডিট করতে পারবেন।
আসা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করবেন।