কিছু কথা
এ সাইটের এডমিন রানা ও নাসির ভাই
ও সুপার মডারেটর স্বাধীন বস
খুব পরিশ্রম দেয় যেন শেখার পরিবেশ টি সুন্দর থাকে
তাই আমাদের ট্রেইনার দের উচিত অন্যাদের
ভালো কিছু শেখানো যেন সেই শেখা টা বাস্তব জীবনে
কাজে আসে।
তবেই Trickbd ও Trainer রাও সম্মানিত হবে।
আরো এক ধাপ এগিয়ে যাবে।
তাই এটি ভেবেই কাল সিদ্ধান্ত নিলাম Web Design সেই রকম করে শেখানোর।
যাই হোক চলুন দেখি কি আছে আজকের পর্বে।
?????এইচটিএমএল টিউটোরিয়াল????
কি কি শেখাবো HTML এর?
•এইচটিএমএল DOC টাইপ
•এলিমেন্ট (Elements)
•ট্যাগ ( Tag)
•অ্যাট্রিবিউট ( Attributes)
•অনুচ্ছেদ ( Paragraph)
•শিরোনাম (Heading)
•তালিকা (List)
•ফন্ট (Font)
•লিংক (Link)
•এনটাইটি (Entity)
•টেবিল (Tables)
•রং (Colors)
•ব্যাকগ্রাউন্ড (Background)
•ফ্রেম (Frame)
•লেআউট (Layout)
•মন্তব্য (Comments)
•মিউজিক (Embed Music)
•ভিডিও (Video)
•বডি (body)
•ডিভ (Div)
•বোল্ড ও ইটালিক
•কোড ও প্রি ট্যাগ
•স+স+স
•ফর্ম (Form)
•টেক্সট ফিল্ড
•আপলোড (Upload)
•ড্রপডাউন লিস্ট
•লাইন ব্রেক
•রেডিও বাটন
•টেক্সট এরিয়া
?????তবে আজ HTML ধারনা?????
এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
যে জিনিস লাগবে এইচটিএমএল শিখতে (অর্থ্যাৎ এইচটিএমএল কোড কোথায় লিখবেন)
নোটপ্যাড। Notepad open করে তৈরী হোন। যেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন পরে অন্য কোন এডভান্সড এডিটরে সুইচ করবেন যেমন Netbeans বা Dreamweaver. আর যদি ড্রিমওয়েভার এ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে এখনই শুরু করতে পারেন। উইন্ডোজে বাই ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম “Notepad++” এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন। এই যে ডাউনলোড লিংক
এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার-
এইচটিএমএল এলিমেন্ট (Element)
এইচটিএমএল ট্যাগ (Tag)
এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)
এ শব্দগুলি সবসময় আসবে এবং এগুলির পরিষ্কার ধারনা থাকতে হবে।
HTML, XHTML এবং HTML5
HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। এইচটিএমএল ৫ এ এক্সএইচটিএমএল সকল নিয়ম অনুসরন করা হয়। কাজেই HTML 5 শিখলেই আগের ভার্সনগুলি অটোমেটিক শেখা হয়ে যাবে। তাই আমরাও ঐভাবে টিউটোরিয়ালগুলি দেব।
* W3C নামের এই সংস্থাটি HTML তৈরী এবং ম্যানেজমেন্ট করে।
* HTML 5 মুলত HTML ই তবে এখানে নতুন নতুন অনেক ট্যাগ এবং নিয়ম যুক্ত হয়েছে যেগুলির বর্ননা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে প্রয়োজন অনুসারে দিয়ে দেব।
মাথা শেষ আজ আর লিখতে পারছি না দেখা হবে আগামী পর্বে
যদি সবাই কমেন্ট অনুমতি দেন তবে।
100% Verifyed Paypal Account For Sell 01785829489
=>মাএ ১০০০ টাকায় ১০০% ভেরিফাইড পেপাল একাউন্ট কিনতে যোগাযোগ করুন 01785829489
==> .com ডমেইন মাএ ৫০০ টাকায় কিনতে যোগাযোগ করুন 01785829489
==>কম টাকায় WordPress সাইট বানাতে যোগাযোগ করুন 01785829489
==>স্বল্প মূল্যে WordPress Hosting কিনতে যোগাযোগ করুন 01785829489