আসসালামু আলাইকুম ।
আমাদের অনেকেরই ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে আর সাইটের একটি গ্রুপ বা পেজ রয়েছে । আমরা সবাই সাইটের পোস্টগুলো পেজ বা গ্রুপে শেয়ার করি । কিন্তু আজকে দেখাব কিভাবে আপনার সাইটে কেউ পোস্ট করার সাথে সাথে সেটা ফেসবুকে অটোমেটিক শেয়ার করাবেন ।
এর জন্য নিচের প্লাগিনটি ডাউন করুন ।
Download This Plugin
তারপর সেটা সাইটে ইন্সটল করে একটিভ করুন । এখন সাইটের wp-admin মেনুতে দেখুন AccessPress Facebook Auto Post আছে সেখানে প্রবেশ করুন ।
এখানে Facebook mobile api সিলেক্ট করে Auto publish এ টিক দিন । এবার Acount Email address বক্সে যেই ফেসবুক আইডি থেকে অটো পোস্ট করাতে চানে সেই আইডির ইমেল বা নাম্বার দিন এবং Acount Password বক্সে আইডির পাসওয়ার্ড দিন এখন Generate access token এ ক্লিক করে একটা Session Code দিবে সেটা কপি করুন । অটো লাইকে যেমনটা নিয়ে থাকি । এবার কোডটা পরের বক্সে পেস্ট করে Add account এ ক্লিক করুন এবার পরবর্তি List of page/group বক্সে ওই ফেসবুক আইডির সকল পেজ এবং গ্রুপ দেখতে পারবেন আপনার ইচ্ছামত এক বা একাধিক পেজ বা গ্রুপ সিলেক্ট । তারপর Post message format বক্সে এই কোড 3টা বসান #post_title
#post_link
Posted by #author_name। এখন Post Format এ Attach blog post সিলেক্ট করুন । তারপর Enable auto publish for এ Posts এ টিক দিন তারপর All category সিলেক্ট Save settings এ ক্লিক করুন
কাজ শেষ । এবার সাইটে পোস্ট করে দেখুন অটোমেটিক ফেসবুকে শেয়ার হয়ে গেছে ।
ধন্যবাদ । ভালো থাকুন ।