Site icon Trickbd.com

[•WordPress•] এবার প্রত্যেকটি thumbnail ফটোতে watermark text এড হবে অটোমেটিক। না দেখলে চরম মিস করবেন

Unnamed

আসসালামু আলাইকুম।
­আসা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার WordPress সাইটের প্রত্যেকটি Thumbnail images এ watermark text যুক্ত করবেন। তাও আবার অটোমেটিক।

বেশি কথা না বলি চলুন কাজের দিকে এগিয়ে যাই।

প্রথমে আপনার সাইটের wp প্যানেল এ লগিন করুন।

এরপর Dashboard এ গিয়ে প্লাগিন এ ক্লিক করুন ।

এখন নিচের ফটোর মত Add new তে ক্লিক করুন ।

­এরপর 
সার্চ প্লাগিন বক্সে signature watermark লিখে সার্চ দিন।
­Signature Watermark প্লাগিনটি ইন্সটল দিয়ে একটিভ করে নিন।

এখন আবার Dashboard চলে আসুন।
setting এ ক্লিক করুন এবং signature watermark এক্লিক করুন।

­ফটোতে দেখুন…..
­এবার আসল কাজ তাই ফটোগুলো ভালো করে লক্ষ্য করুন।
­আমি যেই checkbox গুলা পূরন করেছি সেগুলা পুরন করুন।
কারন এগুলো পুরন না করলে watermark text show করবেনা।
­Save changes button সহ screenshot নিতে পারিনি এর জন্য দুঃখিত।

এবার text watermark এ ক্লিক করুন।

­আপনি কতটা সফল তা দেখতে watermark preview তে ক্লিক করুন ।
ভাই আমি কিন্তু করতে পেরেছি কারন আমি চেষ্টা করেছি, আপনি চেষ্টা করুন আপনিও পারবেন।
­আসা করি বুঝতে পারছেন। 
না বুঝলে কমেন্ট করুন। 

নোট : পোস্টটা আমার নিজের লেখা নয়। পোস্টটা রাজ্জাক নামের এক ভাইয়ের লেখা। আসলে তার আউথর আইডি নাই যার কারনে আমার আইডি দিয়ে তার পোস্ট পাবলিশ করে দিলাম।
আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট অথবা রাজ্জাক ভাইয়ের ফেইসবুক আইডি তে কন্টাক্ট করতে পারেন।
উনার ফেইসবুক আইডি : A Razzak Mahmud

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাই কে ধন্যবাদ।