আসসালামু আলাইকুম
হে প্রিয় ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছেন??
আশাকরি ভাল আছেন,
আজকে আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এর ৪র্থ পর্ব,আজকের পর্বে আমরা শিখব HTML এ কিভাবে bold,underline,italic,deleting,marking লিখবেন,তাহলে কথা না বলে চলুন কাজে চলে যাই।
প্রথমেই আমরা দেখি কিভাবে লিখাকে বোল্ড করবেন,বোল্ড করার জন্য html এ যে ট্যাগ ব্যবহার করাহয় সেটি হচ্ছে <strong> ট্যাগ,notepad++ ওপেন করে html এর মেইন ব্যাসিক কোড লিখে <Body> ট্যাগ এর মধ্যে নিছের কোডটি লিখুন স্ক্রিনশট-
কোড-
বিঃদ্রঃ ট্যাগ এর ভিতরে যা লিখবেন তাই বোল্ড আকারে আউটফুট হবে ব্রাউজারে।এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন।
আউটফুট-
this is a video tutorial by tips and trick channel
এবার আমরা শিখব কিভাবে লিখাকে Italic করতে হয় Html এ,ইটালিক এর জন্য Html এর ট্যাগ হচ্ছে ,<i> অথবা <em>
দুইটার যেকোন একটা লিখলেই হবে আগের মতই নোটপ্যাড ++ এ কোড টি লিখুন।
স্ক্রিনশট-
আউটফুট-
this is a video tutorial by tips and trick channel
this is a video tutorial by tips and trick channel
দুইটাই সেইম দুইটাই লিখতে পারেন,তবে html5 এ em টাই বেশী ব্যবহার করাহয়,এইটা বেশী seo ফ্রেন্ডলি সো em টাই better,
এরপরে আমরা শিখব কিভাবে আন্ডারলাইন লিখতে হয়,আন্ডারলাইন লিখার জন্য html এর ট্যাগ হচ্ছে <u>
স্ক্রিনশটে দেখুন –
আউটফুট-
this is a video tutorial by tips and trick channel
বিঃদ্রঃHtml 5 আসারপরে আন্ডারলাইন আর এভাবে লিখাহয় না ,এইটা css দিয়ে লিখা হয়,আমরা জানার জন্য দেখলাম,পরবর্তিতে মাওরা এইটা css দিয়ে শিখব।
এবার আমরা দেখব কিভাবে html a কোন লিখাকে ডিলিট করে লিখতেহয়,আমরা বেশীরভাগ ইকমার্স সাইটে দেখি কোন পন্যের দাম লিখাথাকে এবং এইটা ডিলিট করে লিখা থাকে এত টাকা ছাড় এবং আসল দাম লিখা থাকে ,তো আমরা এখন শিখব কিভাবে এই ডিলিট মার্ক করে লিখতে হয়,ডিলিট করে লিখার জন্য ও এইচটিএমএল আ ২টা ট্যাগ আছে ,একটা হচ্ছে <del> এবং ২য় টা হচ্ছে <s> দুইটাই ব্যবহার করা যাবে কোন সমস্যা নেই,
স্ক্রিনশট-
আউটফুট-
100tk 70tk 100tk
বিঃদ্রঃ এখানে মাঝখানে 70tk লিখাটা দুইটা ট্যাগ এর বাহিরে এবং এটি সাধারন অবস্থায় আছে,এটি ভিডিও এর রেকর্ড এর সময় লিখাহয়েছে ।
এবার আমরা শিখব কিভাবে html এ কোন লিখাকে মার্ক করে রাখাযায়,আমরা অনেক্সময় দেখি অনেক ওয়েবসাইটে বিভিন্য লিখা হলুদ রঙ দিয়ে মার্ক করা থাকে,বা আমরা বই পরার সময় অথবা আমাদের নোট খাতায় বিভিন্ন গুরুত্বপুর্ন লিখাকে মার্কার দিয়ে মার্ক করে রাখি তো এই মার্কটা কিভাবে এইচটিএমএল এ করতে হয় সেটাই আমরা এখিন শিখব মার্ক করার জন্য এইচটিএমএল এর একটা ট্যাগ রয়েছে সেটাহচ্ছে,<mark>
স্ক্রিনশটে দেখুন কিভাবে ট্যাগ লিখতে হবে,স্ক্রিনশট-
আউটফুট-
this is a video tutorial
তো আজকের পর্বের বিশয় এই পর্যন্তই,সবাই কোড গুলো প্রেক্টিস করুন,এবং কোন যায়গায় প্রব্লেম হলে কমেন্ট করুন।
আর অনেকেই হয়ত ভাবতেছেন যে কমেন্ট করবেন কিছুই বুজেন নি,তো কমেন্ট করার আগেই আপনাকে বলি আপনি যদি এই পোস্ট টা প্রথমে দেখে থাকেন তাহইলে বুঝতে প্রব্লেম হবেই,সে জন্য আমার আগের পোস্ট থেকে আগের ৩ টা পর্ব দেখে আসুন তাহইলেই সব বুঝতে পারবেন।
আর যাদের লিখা দেখে শিখারচেয়ে ভিডিও টিউটোরিয়াল ভাল মনেহয়,অতবা লিখার থেকে ভিডিও দেখে ভাল বুঝেন তারা নিছের ভিডিওটি দেখতে পারেন-
ভিডিও দেখেও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন,আমি যতা সাধ্য আপনাকে বোঝানোর চেস্টা করব।
আমার পোস্টটি পরে যদি সামান্য উপক্রিত হোন তাহইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরুধ রইল,
আমার চ্যানেল লিংক-Tips And Trick
ফেইসবুকে আমি-Mir Aminul HAque
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,পরবর্তি টিউটোরিয়াল এর আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি,
আসসালামু আলাইকুম।