এটা একটা রিকুয়েস্ট পোষ্ট।অনেকেই টিকবিডির অরিজিনাল থিমটার জন্য ইনবক্স করেছিলো।এই পোষ্ট আজ থেকে প্রায় ৪ মাস আগে লিখেছিলাম আমার সাইটের জন্য।আজকে পোষ্টি ট্রিকবিডিতে শেয়ার করলাম।
আমার মনে হয় আজ প্রর্যন্ত নেটে যত ট্রিকবিডির মোবাইল ভার্শন থিম শেয়ার করা হয়েছে তাদের প্রায় সবগুলোতেই কিছু না কিছু সমস্যা আছেই।অনেক কষ্ট করে আমি সেই সমস্যা গুলি দূর করে আমাদের সাইটের জন্য তৈরী করেছিলাম।যাইহোক আশা করি অনেকেই সামান্য হলে উপকৃত হবেন এ থিম থেকে।
আজকে শেয়ার করলাম ট্রিকবিডির অরিজিনাল মোবাইল ভার্শন থিম।এই প্রথমবার আমিই শেয়ার করলাম।এটা অন্যদের শেয়ার করা থিমের ধেকে একদমই অন্যরকম।এটা ১০০% অরিজিনাল ট্রিকবিডি থিম।
কি কি আছে এই থিমে
১: হুবহু ট্রিকবিডি থিম।
২: কমেন্ট রুল আছে।নতুন করে আর comment role plugin install দিতে হবে না।
৩: ট্রিকবিডির মত যে কমেন্ট করবে সেখানে থেকে তার profile visit করা যাবে।
৪: টিকবিডির অরিজিনাল ড্যাসবোর্ড।
5: অতিরিক্ত কিছু BB কোড।যেমন : start,end কোড।
৬: ডিজাইনটা সম্পূর্ন blue কালারের।ফলে ধিমটা ভালো লাগবেই।
চলুন এই থিমের কিছু screenshots দেখে নেওয়া যাক
এই থিমটি আমি নিজেই ক্লোন করেছি।তাই কপি করবেন না।কপি করলে অবশ্যই piprardoctor.com এর ক্রেডিট দিবেন।