হ্যালোTrickbd
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন,
আজকে আমাদের ওয়েবডিজাইন টিউটোরিয়াল এর ৫ম পর্ব,আজকের পর্বে আমরা শিখব superscript and subscript কী এবং এগুলা কীভাবে ব্যাবহার করতে হয়,তো superscript and subscript আসলে কী সেটা আশাকরি অনেকেই জানেন জারা জানেন না তাদের জন্য বলছি, superscript হচ্ছে ,বিভিন্য ওয়েবসাইটে দেখাযায় দে কোন একটা লেখার ডান দিখে অন্য লিখাটা থাকে ছোট করে উপরের দিখে বা বীজগনিতে আমরা (স্কয়ার)2(কিউব)3
এগুলা ব্যবহার করি তো এই উপরের দিকে লিখা গুলুকেই ওয়েবডিজাইনের ভাষায় superscript বলে,আর subscript হচ্ছে superscript এর বিপরিত superscript এ যেমন উপরের দিকে ছোট লিখা থাকে subscript এ নিছের দিকে ছোট লিখা থাকে ,যেমন এইটাও অংকের হিসেবে দেখলে পাওয়া যায়,log এর অংকে যেমন LOG10
তো এতক্ষনে আশা করি বুঝে গেছেন সুপারস্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট কী,তো বুঝেই যেহেতু গেছেন,এবার চলেযান,
আরে আরে যাইয়েন না শিখেযান কিভাবে HTML এ সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লিখতেহয়।
প্রথমেই শিখি সুপারস্ক্রিপ্ট,সুপারস্ক্রিপ্ট লিখার জন এইচটিএমএল এর একটা ট্যাগ আছে ,ট্যাগটা হচ্ছে <sup> এটি একটি ডাবল ট্যাগ,আপনারা জানেন এইচটিএমএল এ ডাবল ট্যাগ কিভাবে লিখতেহয়,তাও স্ক্রিনশট দেখুন-
বিঃদ্রঃ -আপনি যদি ওয়েবডিজাইনের আগের পার্ট না দেখেন তাহইলে আপনি কিছুই হয়ত বুঝতে পারবেন না,সো কিছু না বুঝলে ১ম পার্ট থেকে পড়ুন।
আউটফুট –
এবার শিখব সাবস্ক্রিপ্ট সো এর জন্য ও এইচটিএমএল এর একটা সহজ ট্যাগ আছে সেটা হচ্ছে <sub> এইটাও ডাবলট্যাগ
সো আগের মতই লিখুন অথবা স্ক্রিনশট দেখুন-
বিঃদ্র- এখানে নিছের টা হচ্ছে সাবস্ক্রিপ্ট ,ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া তাই দুইটা কোড এ স,স এ আসছে।
আউটফুট-
এখানেও নিচের টা আউটফুট।
সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই,আশাকরি সবাই বুঝতে পারছেন,আর আজকের পর্বটা একধম ছোট হয়ে গেছে তাই আমি দুঃখিত,পরবর্তিতে আরো লম্বা দেওার চেস্টা করব,সো পরবর্ত পর্বের আমন্ত্রন জানাচ্ছি।
পোস্ট পড়ে না বুঝলে ভিডিও দেখতে পারেন।
my facebook link- Mir Aminul Haque
আল্ললাহ হাফেয।