Site icon Trickbd.com

[Tutorial] Free তে একটি সুন্দর WordPress Blog বানাই {with demo} | Bonus:SEO Tutorial (Part-1)

Unnamed

আসসালামু আলাইকুম।কেমন আছেন? আশা করি ভালই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি।সামনে আমার পরীক্ষা দোয়া করবেন আমার জন্য।

আজকের টপিকঃ

ফ্রীতে WordPress Blog Site বানানো

চলুন শুরু করা যাক।

## Demo: Click Here

## আমরা ফ্রী হোস্টিং এর জন্য Infinity Free ব্যবহার করব।এই হোস্টিং সাইটটিতে একটি একাউন্ট খুলে নিন অথবা এখানে ক্লিক করুন

## একাউন্ট খুলতে নিচের স্টেপগুলো follow করুনঃ

আপনার ইমেইলে Activation Link যাবে।সেটাতে ক্লিক করলে ব্রাইজারে লিংকটি লোড নিবে এবং আপনার ইমেইল ভেরিফিকেশন Complete হয়ে যাবে।Complete হলে এরকম পেজ পাবেনঃ

ছবিতে দেখানো জায়গায় ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।না পারলে নিচের screenshot অনুযায়ী করে নিনঃ

তারপর নিচে Create Account এ ক্লিক করুন তাহলেই হয়ে যাবে আপনার একটি সাইট।কেউ যদি কাস্টম free domain ইউস করতে চান তাহলে freenom.com থেকে একটি domain name register করে নিবেন এবং name server হোস্টিং এর টা দিবেন তাহলেই হবে।

আজ এই পর্যন্তই।আপনাদের থেকে ভাল response পেলে বাকি পর্ব গুলো দিতে দেরি করব না ইনশাআল্লাহ!

আশা করি আপনারা টিউটোরিয়ালটি ভালভাবে বুঝেছেন এবং কাজে লাগাতে পেরেছেন।কোন সমস্যা হলে কমেন্টে জানান।দয়া করে বাজে মন্তব্য করার আগে পোষ্টি ভাল করে পড়ুন তারপর ভালভাবে সমস্যার কথা তুলে ধরুন।
ভাল লাগলে Like দিন | কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ