আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি।আজকে পার্ট – ৩ শেয়ার করছি।অপেক্ষা করে সাথে থাকার জন্য ধন্যবাদ।
Part-2:Click Here
আজকের টপিকঃ
সাইট সেটিংস ঠিক করা
আজকে আমরা আমাদের আগের পার্টে Install দেওয়া wordpress সাইট টির কিছু settings ঠিক করে নিব।আজকের সময়ের স্বল্পতার কারনে বেশি কিছু দিতে পারলাম না এই পার্টে।তো চলুন শুরু করা যাক…
## প্রথমে আপনার WordPress Site এর এডমিন প্যানেলে লগিন করুন (yourdomain/wp-admin)।এরকম হবে আপনার wordpress admin panel link.
Login করার পর আপনি Dashboard পাবেন।এখান থেকেই আমরা এই সাইটের যাবতীয় কাজ করব এক কথায় সাইট টি নিয়ন্ত্রন ও পরিচালনা করব।
Dashboard এর উপরের দিকে বাম কর্নারে দেখবেন 3lines আছে ওটায় ক্লিক করুন
তারপর নিচে scroll করে settings এ ক্লিক করুন তারপর General এ ক্লিক করবেন
তারপর
Site Title
এখানে আপনার সাইটের নাম দিবেন
Tagline
এখানে আপনার সাইটের slogan দিবেন।যেমনঃট্রিকবিডির স্লোগান হলো “Know for sharing”.
তারপরের দুটো বক্সে হাত দেওয়ার দরকার নেই।
Email address
আপনার সাথে কন্টাক্ট করার জন্য ইমেইল এড্রেস দিন
## তারপর নিচের sshot এর মত করে দিন বাকিটা
Okay এখন General settings টি ঠিক করা হলো।এবার পালা বাকিগুলোর
Discussion settings টিতে ক্লিক করুন।তারপর Users must be registered and logged in to comment এর বক্সটিতে টিক দিন।সেভ করে নিন।
এরপর Permalink settings এ আসুন তারপর কমন সেটিংসের Post Name অপশন টি সিলেক্ট করুন।তারপর Save changes এ ক্লিক করুন।
আমাদের সেটিংসের কাজ শেষ আজকের।আরো কিছু কাজ আছে সেগুলো থীম আপলোড দিয়ে করব।আজকে থীম টাও দিতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠল না।কম সময় থাকলেও পোষ্টটি করলাম।আশা করি আপনারা বুঝবেন।পরবর্তী পার্টে আমরা থীম আপলোড করব।