Site icon Trickbd.com

ওয়ার্ডপ্রেস ব্যবহার কারীদের জন্য খুব দরকারী পোষ্ট – পোষ্ট অপশন ঠিক করে নিন।

আস-সালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?
অনেকদিন পরে আবার চলে আসলাম আমি মেজবা উদ্দিন জিহাদ আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক…
আমদের অনেকের ওয়ার্ডপ্রেস সাইট আছে। বর্তমানে ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্শন আসার পর পোষ্ট করার পেজ এবং পেজ খুলার অপশন পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে যার কারনে আমাদের পোষ্ট করতে খুব ঝামেলা হচ্ছে। নতুন অপশন নতুন থিম এর আমারা বুজতে পারচ্ছি না । যার কারণে আমরা আগের মত করে পোষ্ট টা সাজাতে গেলে আমাদের অনেক সমস্যার সন্মূক্ষীন হতে হচ্ছে। এই সমস্যা টা কিভাবে সমাধান করবেন এবং আগের মত অপশন ফিরিয়ে আনবেন আমি আপনাদের সেটা দেখাবো । তো চলুন দেখা যাকঃ
প্রথমে আমরা আমাদের সাইট এ লগইন করবো তারপরে ড্যাশবোর্ড থেকে সরাসরি প্যাগিন্স অপশন এ চলে যান । 
 
 
অথবা এখন Add New তে ক্লিক করবো অথবা সরাসরি add new প্লাগিন এর পেজে যেতে আপনার ব্রাউজার এর এড্রেস বার এ টাইপ করুনঃ

yourdomainname/wp-admin/plugin-install.php

 
 ? বিঃদ্রঃ yourdomainname এর যায়গায় আপনার সাইট এর ডোমেন নেমটি লিখুন 
 
 
 
এখন নিচে থাকা Featured প্লাগিন গুলার মধ্যে তিন নাম্বার এ দেয়া Classic Editor এই প্লাগিন টা ইনস্টল করে একটিভ করুন 
 
ব্যস আপনার কাজ শেষ। 
 

তাহলে আজকের মত এই পর্যন্ত পোস্টটি বুঝতে বা কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন , ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

পূর্বে প্রকাশিতঃ 24TuneBD.TK